এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল কর্মীদের বাড়িতে প্রবল ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ তৃণমূল

তৃণমূল কর্মীদের বাড়িতে প্রবল ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল কর্মীদের বাড়িতে প্রবল ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে এমন বিস্ফোরক অভিযোগ উঠেছে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত বুধবার রাতে বেশকিছু তৃণমূল কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হঠাৎ চড়াও হয়। এরপর বাড়ি ভাঙচুর ও বোমাবাজি চলে। কয়েকদিন ধরে এমন অবস্থা চলছে। গতকাল, পরিস্থিতি তীব্র আকার ধারণ করে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, একাধিক তৃণমূল কর্মীদের বাড়িতে গতকাল ব্যাপক ভাঙচুর ও বোমাবাজি চলছে। প্রচুর বোমা পড়েছে তৃণমূল কর্মীদের বাড়ি সংলগ্ন এলাকায়। প্রবলভাবে মারধর করা হয়েছে তৃণমূল কর্মীদের। তৃণমূল কর্মীদের বাড়ির মহিলারাও হেনস্তার শিকার হয়েছেন।

দলের কর্মীদের আক্রান্ত হবার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তরুণ জানা। তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য হাবিবুর রহমান। আক্রান্ত তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁরা দেখা করেছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, ভোটের পর থেকেই ভগবানপুর এলাকায় ব্যাপক ভাবে গন্ডগোল, অশান্তি করছে বিজেপি। বেশ কিছুদিন ধরে তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুর চলছে। তিনি অভিযোগ করেছেন, অন্তত ৯৫ বাড়ি ভেঙে দিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশ ও রাজ্য মানবাধিকার কমিশনের কাছে তিনি অভিযোগ করবেন। মানবাধিকার কমিশনের অফিসের বাইরে ধর্ণা দেবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে যে, এলাকার বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন। তবে তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এ প্রসঙ্গে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি জানিয়েছেন যে, ভগবানপুর এলাকায় অশান্তি করছে তৃণমূলই। বিজেপি কর্মীদের ওপর ব্যাপক মারধর করা হচ্ছে। পুলিশের কাছে সমস্ত বিষয় জানিয়েও, কোনো লাভ হয়নি।

এদিকে গতকাল বাঁকুড়া জেলার সোনামুখীতে তৃণমূল ও বিজেপির ব্যাপক সংঘর্ষের ফলে বিজেপির ৭ জন সদস্য ও তৃণমূলের ৪ জন সদস্য আহত হন। চিকিৎসার জন্য তাঁদের সোনামুখী গ্রামীণ হাসপাতালে আনা হয়। বিজেপির অভিযোগ, এলাকার এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা ও বেশকিছু বিজেপি কর্মীকে মারধর করেছে তৃণমূল। বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিকে ঘিরে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে স্লোগান তোলার অভিযোগও উঠেছে। তবে, তৃণমূলের দাবি, নিজেদের মধ্যেই গণ্ডগোলে জড়িয়েছিল বিজেপি। যা থামাতে গিয়ে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হতে হয়েছে তৃণমূল কর্মীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!