এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল কংগ্রেস কর্মীর সঙ্গে বিডিওর নিজস্ব অ্যাকাউন্ট থেকে ফেসবুকে সেলফি পোস্ট ঘিরে জোর শোরগোল !

তৃণমূল কংগ্রেস কর্মীর সঙ্গে বিডিওর নিজস্ব অ্যাকাউন্ট থেকে ফেসবুকে সেলফি পোস্ট ঘিরে জোর শোরগোল !

আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পুরাতন মালদহের বিডিও কিছু তৃণমূল কর্মী ও ঠিকাদারদের সঙ্গে নিজের সেলফি তুলে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তা পোস্ট করলেন। পুরাতন মালদহের বিডিও ইরফান হাবিব ” দুস্টু ছেলেদের সাথে কিছুক্ষণ ” এই ট্যাগ লাইন দিয়ে এই ফেসবুক পোস্টটি করেছেন। তাঁর এই ফেসবুক পোস্ট সামনে আসতেই, তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল বিভিন্ন বিরোধী শিবির। একজন সরকারি আমলা হয়ে, কিভাবে তিনি কোন বিশেষ রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে এ ধরনের ছবি পোস্ট করতে পারেন? তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হলো বিরোধী শিবির থেকে। ইতিপূর্বে বিডিও ইরফান হাবিবকে তৃণমূল ঘনিষ্ঠ বলে অভিযোগ করা হয়েছিল। এবার, তাঁর এই ফেসবুক পোস্ট দেখে, তাঁর বিরুদ্ধে আবারও সরব হলো বিরোধী শিবির। তবে, এ প্রসঙ্গে বিডিও জানালেন যে, এই পোস্টে কোন ভুল করেননি তিনি।

প্রসঙ্গত, পুরাতন মালদহের বিডিও ইরফান হাবিব তাঁর নিজস্ব ফেসবুক একাউন্টে যে পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে, তাঁর সঙ্গে একমাত্র হারেজ আলি নামে পঞ্চায়েত সমিতির জনৈক পদাধিকারী আছেন। বাকি যারা আছেন, তাঁরা সকলেই হলেন তৃণমূলের সক্রিয় কর্মী। তাদের মধ্যে কেউ কেউ আবার ঠিকাদারি কাজের সঙ্গেও যুক্ত আছেন। গত শনিবার এই সেলফি পোস্ট করেছেন বিডিও। তাঁর এই পোস্টের পর অনেকেই পোস্টে লাইক করেছেন, কেউ কেউ মন্তব্যও করেছেন। একজন লিখেছেন, ” এরা যেমন দুষ্টু তেমন মিষ্টি। তাদের দুষ্টু মিষ্টির এজেন্সি আছে।” কেউ আবার লিখেছেন, ” হ্যাঁ স্যর, এরা খুব দুষ্টু।”

বিডিও ইরফান হাবিবের এই ফেসবুক পোস্টকে ঘিরে তীব্র সমালোচনা করলো একাধিক বিরোধী রাজনৈতিক দল। আরএসপি’র মালদহ জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে জানলেন যে, বিডিও যেভাবে তৃণমূল কর্মী, পঞ্চায়েত সমিতির সদস্যদের সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছেন। তিনি মনে করছেন বিডিওর চেয়ার ছেড়ে দিয়ে তৃণমূলের পতাকা নিয়ে রাস্তায় নেমে পড়া উচিত তার। তিনি অভিযোগ করেছেন, একজন বিডিও কিছুতেই এভাবে শাসকদলের কর্মীদের সঙ্গে বসে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন না। এ বিষয়ে দ্রুত সরকারি পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এ প্রসঙ্গে পুরাতন মালদহ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা নিতাই মন্ডল জানালেন যে, এর আগেও তাঁরা বিডিও ইরফান হাবিবের সঙ্গে শাসক দল তৃণমূলের নেতাকর্মীদের ঘনিষ্ঠতার কথা বলেছিলেন। তিনি অভিযোগ করেছেন, ইরফান হাবিব দায়িত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন বিতর্কিত বিষয় সামনে এসেছে। এই ঘটনাই তার প্রমাণ। নিজের ফেসবুকের অ্যাকাউন্ট থেকে যে কোন পোস্ট করাই যায়। কিন্তু একজন সরকারি আধিকারিকের এ ধরনের পোস্ট কিসের ইঙ্গিত দেয় তা কারো কাছেই অজানা নয়। পঞ্চায়েত সমিতির পদাধিকারী ছাড়া অন্যদের সঙ্গে তিনি এই ধরনের পোস্ট করছেন। যা কখনই উচিত নয়। তাঁরা এর তীব্র বিরোধিতা করছেন।

অন্যদিকে, এ প্রসঙ্গে বিডিও ইরফান হাবিব জানালেন যে, ফেসবুকে তিনি যে পোস্ট করেছেন তাতে কোন ভুল নেই। নিজের অ্যাকাউন্ট এ নিজের মতামত থাকেতেই পারে। তবে, এ প্রসঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি সরলা মুর্মু জানালেন যে, কে কি পোস্ট করেছেন? তা তিনি দেখেন নি। তবে, সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করতে গেলে সে বিষয়ে ভাবা দরকার। তাঁর কথায়, বিডিও যাই পোস্ট করুন না কেন, তার সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!