এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল কর্মীকে হত্যার অভিযোগে অভিযুক্ত নেতার সদলবলে তৃণমূলে যোগদান, নীতি-আদর্শ নিয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপির

তৃণমূল কর্মীকে হত্যার অভিযোগে অভিযুক্ত নেতার সদলবলে তৃণমূলে যোগদান, নীতি-আদর্শ নিয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় তৃণমূল কর্মীকে হত্যার অভিযোগে অভিযুক্ত থাকা বিজেপি নেতা বিভাস মালিক গতকাল সদলবলে যোগদান করলেন শাসকদল তৃণমূলে। গতকাল খানাকুলের বলপাই গ্রামে চললো এই যোগদান পর্ব। আরামবাগে তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দারের নেতৃত্বে যোগদান পর্ব চললো তৃণমূলে। যে ঘটনায় নীতি-আদর্শের প্রশ্নে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

গত ২০১৯ সালের ১৫ ই জুন খানাকুলের হরিশচকে তৃণমূল কর্মী মনোরঞ্জন পাত্রকে হত্যার অভিযোগ উঠেছিল দলের নেতা বিভাস মালিকের বিরুদ্ধে। সে সময় তিনি তৃণমূলে ছিলেন। পরবর্তীকালে তিনি যোগদান করেন বিজেপিতে। গতকাল, তিনি তাঁর কিছু অনুগামীদের নিয়ে আবার ফিরে এলেন তৃণমূলে। তিনি জানান, বিজেপিতে গিয়ে তাঁরা ভুল করেছিলেন। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে মাথা ন্যাড়া করে কর্মীরা ফিরে এলেন তৃণমূলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব জানালেন যে, কাদেরকে দলে নেওয়া হবে? তা রাজ্য নেতৃত্ব ঠিক করে দেবে। এই বিষয়ে জেলা নেতৃত্তের কোন হাত নেই। যার বিরুদ্ধে দলের কর্মীকে খুনের অভিযোগ রয়েছে, তাঁকে তাকে কেন দলে নেওয়া হল? এর উত্তরে তিনি জানালেন, দলে যোগদান করাবার বিষয়টি তাঁর হাতে নেই। জেলা নেতৃত্বর কাছে তিনি সুপারিশ করতে পারেন। তবে, চূড়ান্ত করবে রাজ্য নেতৃত্ব।

তিনি জানিয়েছেন, যারা তৃণমূল করবেন, তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে চলতে হবে। দলের সাংগঠনিক পরিকাঠামোকে মেনে চলতে হবে সকলকে। এ প্রসঙ্গে পুড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ জানালেন যে, যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন, তাদের কয়েকজন তৃণমূলে ফিরে গেলেন। তাদের বিরুদ্ধেই তৃণমূল কর্মীকে খুনের মামলা করেছিল তৃণমূল। তাঁর কটাক্ষ, তৃণমূলে নীতি-আদর্শ বলে কোন কিছু নেই।

গতকাল তৃণমূলে যোগ দেওয়া বিভাস মালিক জানিয়েছেন যে, তাঁর সঙ্গে অনেকেই বিজেপিতে যোগদান করেছিলেন। এখন তাদের অনুশোচনা হচ্ছে। তাই তারা স্বেচ্ছায় নিজেদের মাথার চুল কেটে তৃণমূলে যোগদান করলেন। মনোরঞ্জন পাত্র যেদিন খুন হয়েছিলেন, সেদিন তিনি ঘটনাস্থলে ছিলেন না। খুনের ঘটনায় তাঁকে জড়িয়ে দেওয়া হয়েছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!