এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রভাবশালী তৃণমূল নেতার দায়িত্বে থাকা অ্যাম্বুলেন্স বেমালুম “গায়েব”! ক্ষোভ বাড়ছে তৃণমূলেই!

প্রভাবশালী তৃণমূল নেতার দায়িত্বে থাকা অ্যাম্বুলেন্স বেমালুম “গায়েব”! ক্ষোভ বাড়ছে তৃণমূলেই!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে দেখা যাচ্ছে। কখনও বা ভয়াবহ দুর্যোগের টাকা আত্মসাৎ করা, আবার কখনও বা সরকারি প্রকল্পের অর্থ নয়ছয়, বিভিন্ন ঘটনায় শাসকদলের নানা নেতা অস্বস্তিতে পড়েছে‌ন। আর এবার অ্যাম্বুলেন্স লোপাটের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। জানা গেছে, শাসনের দাদপুর পঞ্চায়েতের তৃণমূলের সদস্য নাজমুল হকের বিরুদ্ধে অ্যাম্বুলেন্স না মেলার অভিযোগ উঠেছে। বস্তুত, 2010 সালে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৎকালীন সংসদ হাজী নুরুল ইসলাম এলাকার মানুষের সুবিধার্থে একটি অ্যাম্বুলেন্স কিনে দাদপুর পঞ্চায়েত সমিতিতে দান করেছিলেন।

জানা যায়, 2016 সাল পর্যন্ত সেই অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছিল। তবে তারপর তৃণমূলের পঞ্চায়েত সদস্য নাজমুল হককে এই অ্যাম্বুল্যান্সের দায়িত্ব দেওয়া হলেও, তা পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি। ফলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ, বিগত চার বছর ধরে এই অ্যাম্বুলেন্সটি কার্যত উধাও হয়ে গিয়েছে। ফলে করোনা সংকটের মধ্যে গুরুত্বপূর্ণ রোগীদের হাসপাতালে এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হলেও, সেই অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। যার ফলে তার খোঁজ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তৎকালীন ক্লাবের সভাপতি এমদাদুল হক বলেন, “2016 সালের পর থেকে ওই অ্যাম্বুলেন্সের দায়িত্ব নাজমুল হককে দেওয়ার পর থেকে গাড়িটিকে আর দেখা যায়নি। এই বিষয়ে অঞ্চল এবং ব্লক তৃণমূল নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েও, কোনো লাভ হয়নি।” কিন্তু বর্তমানে করোনা সংকটের মধ্যে এলাকাবাসী চরম অসুবিধায় পড়ায় আমরা বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি।” যদিও বা তৃণমূলের পঞ্চায়েত সদস্য নাজমুল হক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে দিয়েছেন।

এদিন তিনি বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। প্রায় তিন বছর আগে বহরমপুরে একটি দুর্ঘটনা ঘটায় ওখানকার একটি গ্যারেজে মেরামতির জন্য রয়েছে অ্যাম্বুলেন্সটি। তবে চেষ্টা করব, যাতে দ্রুত সেটিকে ঠিক করে আনা যায়।” কিন্তু যেভাবে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অ্যাম্বুলেন্স সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, তাতে শাসক দলের ভাবমূর্তি এখানে অনেকটাই ক্ষুণ্ন হচ্ছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!