এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলের বিদ্রোহী নেতা সাহস করে দল ছাড়তেই, দলে দলে বিক্ষুব্ধ নেতারা সঙ্গ দিতে চলেছেন?

তৃণমূলের বিদ্রোহী নেতা সাহস করে দল ছাড়তেই, দলে দলে বিক্ষুব্ধ নেতারা সঙ্গ দিতে চলেছেন?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –যত দিন যাচ্ছে, ততই তৃনমূলের বিদ্রোহ প্রকাশ্যে আসতে শুরু করেছে। একের পর এক নেতা থেকে জনপ্রতিনিধি দলের বিভিন্ন বিষয় নিয়ে তুলতে শুরু করেছেন প্রশ্ন। ইতিমধ্যেই আলিপুরদুয়ার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আশিস দত্ত তৃনমূল ছাড়ার কথা জানিয়ে দিয়েছিলেন। যেখানে শুভেন্দু অধিকারী যে পথে পা বাড়াবেন, তিনিও সেই পথে যাবেন বলে জানিয়ে দেন। আর এবার তৃনমূলের সেই বিদ্রোহী নেতা আশিস দত্তের বাড়িতে একাধিক তৃনমূল নেতার উপস্থিতিকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা তৈরি হয়েছিল।

সূত্রের খবর, মঙ্গলবার আশিস দত্তের সাথে দেখা করেন জেলা তৃণমূলের সহ সভাপতি এবং নিরঞ্জন দাস। জানা গেছে, সম্প্রতি তৃণমূলের দুই নেতা বাপ্পা মজুমদার এবং নিরঞ্জন দাসকে শোকজ করা হয়েছিল। আর তারপরেই নিরঞ্জন বাবুকে বিদ্রোহী নেতা আশিস দত্তের বাড়িতে দেখায় রিতীমত গুঞ্জন তৈরি হয়েছে শাসকদলের অন্দরমহলে। কিন্তু কি আলোচনা হল তাদের মধ্যে! এখন সেটাই বড় প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এদিন এই প্রসঙ্গে নিরঞ্জন দাস বলেন, “আশিস আমার অনেক পুরোনো দিনের বন্ধু। আমরা দুজনেই 1998 সাল থেকে দল করছি। আমাকে শোকজ করার এক্তিয়ার জেলা নেতৃত্বের নেই। শোকজের চিঠি এখনও হাতে আসেনি। ওই চিঠি পাওয়ার পর আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাব।” কিন্তু ঠিক কী কারণে তার বাড়িতে এই বিদ্রোহী নেতা উপস্থিত হলেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে আলিপুরদুয়ার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আশিস দত্ত বলেন, “নিরঞ্জন আমার বাড়িতে এসেছিল। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দু’জনের মধ্যে অনেক কথা হয়েছে। সময় হলে সবটাই সকলে জানতে পারবেন।” বিশ্লেষকরা বলছেন, ইতিমধ্যেই উত্তরবঙ্গের এক হেভিওয়েট তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টিতে। যত দিন যাচ্ছে, ততই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের অসন্তোষ বাড়তে শুরু করেছে। বাড়ছে গোষ্ঠীদ্বন্দ্ব। তাই এই পরিস্থিতিতে যেভাবে আলিপুরদুয়ার জেলার একাধিক বিদ্রোহী নেতাকে একসাথে গোপন বৈঠক করতে দেখা গেল, তাতে তৃণমূলের অস্বস্তি ক্রমশ বাড়তে শুরু করেছে।

পর্যবেক্ষকদের মতে, আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি কিষাণ কুমার কল্যাণীর বিরুদ্ধে রীতিমত ক্ষোভ বাড়তে শুরু করেছে তৃণমূলের অন্দরমহলে। সাম্প্রতিককালে জেলা কমিটির প্রথম বৈঠকে অনেক নেতা অনুপস্থিত ছিলেন। যা নিয়ে বেশ কিছু নেতা প্রশ্ন করার পরেই জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে তাদেরকে শোকজ করা হয়েছিল। যার ফলে দলের অন্দরে উঠতে শুরু করে প্রশ্ন।

আর এবার বিদ্রোহী নেতা আশিস দত্তের বাড়িতে আরেক বিদ্রোহী নেতা নিরঞ্জনবাবুর উপস্থিতি এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা জেলা তৃণমূল নেতৃত্বের অস্বস্তি থেকে অনেকটাই বাড়িয়ে দিল। বেশ কিছুদিন আগেই আশিসবাবু জানিয়ে দিয়েছিলেন, শুভেন্দু অধিকারী যে পথে পা বাড়াবেন, তিনিও সেই দিকেই যাবেন। কিন্তু বর্তমানে সেই শুভেন্দু অধিকারীর মানভঞ্জনের চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। মনে করা হচ্ছে, সমস্যার অনেকটাই সমাধান হয়েছে। আর তার মাঝেই আলিপুরদুয়ার জেলার এই দুই বিদ্রোহী নেতার গোপন বৈঠক কোন ইঙ্গিত বহন করে, সেদিকেই নজর থাকবে সমগ্র রাজনৈতিক মহলের।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!