এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > প্রথমে হুমকি ফোন ও পড়ে তৃণমূল নেতাদের গাড়ি লক্ষ্য করে গুলি – তীব্র চাঞ্চল্য দিনহাটায়

প্রথমে হুমকি ফোন ও পড়ে তৃণমূল নেতাদের গাড়ি লক্ষ্য করে গুলি – তীব্র চাঞ্চল্য দিনহাটায়


বৃহস্পতিবার রাতে ইটাহার থেকে করণদিঘি ফেরার পথে জাতীয় সড়কের উপর শিল্পী নগরে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের ওপর হামলা হয়| নেতাদের একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা|

জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ সিনহা, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আজাদ আলি সহ করণদিঘির লাহুতারা-২ গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সাতজন সদস্যরা মিলে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অমল আচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ইটাহারে। সেখান থেকে ফেরার পথে ঘটনাটি ঘটে|
অমলবাবুর বাড়ি থেকে বেরনোর সময় নেতাদের মধ্যে এক জনের কাছে একটি ফোন আসে। সেখানেই প্রথমে দুষ্কৃতীরা হুমকি দেয়| তাঁরা সেই বিষয়টি অমলবাবুকেও জানান। অমলবাবু বিষয়টি পুলিশকে জানাবেন বলে আশ্বাসও দেন। তারপরই তাঁরা সেখান থেকে তিনটি গাড়ি করে রওনা দেন করণদিঘির উদ্দেশ্যে| রায়গঞ্জের উপর দিয়ে যাওয়ার সময়ে প্রথমে আজাদ আলির গাড়ি এবং শেষে সুভাষবাবুর গাড়ির মাঝে ছিল পঞ্চায়েত সদস্যদের গাড়িটি। ঠিক সেই সময়ে রাস্তার বাঁ পাশ থেকে এক দুষ্কৃতী মাঝের গাড়িটি লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গিয়েছে। এই ঘটনায় করণদিঘি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আজাদ আলি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গুলি লক্ষ্যভ্রস্ট হওয়ায় কারোর কোনো ক্ষতি হয়নি|

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অমল আচার্য এই বিষয়ে জানান যে, করণদিঘি থেকে দলের নেতা ও পঞ্চায়েত সদস্যরা ইটাহারে এসেছিলেন তাঁর সঙ্গে দেখা করতে এবং সেখানেই তাঁদের ফোনে হুমকি দেওয়া হয়। পরে ফেরার পথে তাদের একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। জেলার পুলিস সুপার সুমিত কুমার বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!