এখন পড়ছেন
হোম > রাজ্য > টাকার ভাগ পেয়ে দম্পতি ও কন্যাকে প্রহার, নাম জড়াল তৃণমূল নেতা ও কাউন্সিলরের

টাকার ভাগ পেয়ে দম্পতি ও কন্যাকে প্রহার, নাম জড়াল তৃণমূল নেতা ও কাউন্সিলরের

সোনারপুর থানা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শনগরে টাকার ভাগ না পাওয়ায় এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ঐ নেতার নাম নারায়ণ ঘোষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোনারপুর রাজপুর পুরসভা থেকে আবাস যোজনায় ৩ লক্ষ টাকা পেয়েছিলেন রাজকুমার বিক্রম ও ছবি বিক্রম নামের জনৈক দম্পতি। ঐ দম্পতির আবাস যোজনায় প্রাপ্ত টাকায় নিজের ভাগ বাবদ ২ লক্ষ টাকা দাবি করেন তৃণমূল কংগ্রেস নেতা নারায়ণ ঘোষ বলে জানা গিয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

নারায়ণবাবুর দাবি পূরণে বিক্রম দম্পতি অসম্মত হলে মঙ্গলবার সন্ধেবেলায় তাঁদের ওপরে শারীরিক নিগ্রহ করেন তিনি। শুধু বিক্রম দম্পতিই নয় তাঁদের শিশু কন্যার ওপরেও শারীরিক নিগ্রহ করা হয় জানিয়ে অভিযোগ নিগৃহীত দম্পতির। উল্লেখ্য স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত নারায়ণ ঘোষ পুরসভার জঞ্জাল বিভাগের অস্থায়ী কর্মী পদে রয়েছেন। বিক্রম দম্পতির দাবি অনুয়ারী তাঁরা পুরসভার এই অস্থায়ী কর্মী তথা শাসক দলের সদস্যদের বিরুদ্ধে স্থানীয় কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়কেও জানিয়েছেন। কিন্তু স্থানীয় কাউন্সিলার যথারীতি এই বিষয়ে নির্বিকার থেকেছেন। এই নিয়ে কাউন্সিল বিভাস মুখোপাধ্যায় বলেন, মারধরের কথা জানালেও টাকার দাবি করার বিষয়ে তাকে কিছু জানানো হয়নি।

আজ থেকে প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক আইডি হল – Priyo Bandhu Bengali

আমাদের সব খবর, সমস্ত আপডেট পাওয়া যাবে এখানেই – https://www.facebook.com/pbmediaofficial/

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!