এখন পড়ছেন
হোম > রাজ্য > বাড়িতে ঢুকে গুলি করে হত্যা তৃণমূল নেতাকে, কারণ নিয়ে ধন্ধে পুলিশ

বাড়িতে ঢুকে গুলি করে হত্যা তৃণমূল নেতাকে, কারণ নিয়ে ধন্ধে পুলিশ

সোনারপুরে  গত সোমবার রাতে দুষ্কৃতির গুলিতে মৃত্যু হলো এক তৃণমূল কংগ্রেস নেতার। এদিন দুষ্কৃতীরা বাড়ি ঢুকে তাকে গুলি করে। পুলিশ সূত্রে জানা গেছে সমীরবাবু প্রোমোটিং, জমি-কেনা বেচার কাজে যুক্ত ছিলেন। কিন্তু পেশায় ছিলেন  ট্যাক্সিচালক এবং আইএনটিটিইউসির নেতা। ইদানিং প্রোমোটিং-এর কাজেও তিনি আগ্রহী হয়ে ওঠেন। তার জেরেই এই খুন বলে পুলিশের অনুমান। পুলিশ সূত্রে আরোও জানা গেছে আজকাল প্রায়শই তিনি কথা প্রসঙ্গে নিজের পরিবারের কাছে প্রাণনাশের আশঙ্কার কথা বলতেন। দিন দিন মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছিলো।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এমনকি গত দু তিন মাস যাবত তিনি মদ্যপানও শুরু করেছিলেন। সমীর বাবু এলাকার নোয়াপাড়ায় একটি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। এদিন রাত এগারোটা নাগাদ তিনি বাড়ি ফিরে রাতের খাবার খেতে বসেন। সেই সময় বাড়ির সদর দরজা খোলা ছিলো। হঠাৎই একদল দুষ্কৃতি ঘরে ঢুকে পড়ে এবং সমীরবাবুকে লক্ষ্য করে গুলি চালায়। মুহূর্তের মধ্যে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। তখনই তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ এখনও অবধি সন্দেহজনক কাউকে গ্রেফতার করতে পারেনি। এই খুনের পিছনে দুষ্কৃতিদের উদ্দেশ্য সম্পর্কে কিছুই পুলিশ এখনও কিছুই অনুমান করতে পারেনি। তবে আন্দাজ করা হচ্ছে প্রোমোটিং ও জমির কেনা বেচা সংক্রান্ত কাজের সাথে যুক্ত থাকার কারণে তিনি অনেক মানুষের বিরাগ ভাজন হয়েছিলেন। শত্রুতার জেরেই হয়ত তাঁকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!