এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মেয়ের ‘গুগলি’ তৃণমূলী বাবাকে,কী করবেন হেভিওয়েট নেতা

মেয়ের ‘গুগলি’ তৃণমূলী বাবাকে,কী করবেন হেভিওয়েট নেতা

এবার হেভিওয়েট তৃণমূল নেতার নাম প্রকাশ্যে এল সম্পূর্ণ ভিন্ন মেরুর এক খবরের জেরে। না কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না কোনো সন্ত্রাস চালানোর অভিযোগ, নিজের মেয়ের হাতেই ধরাশায়ী হলেন এই দাপুটে তৃণমূল নেতা। ফেসবুকেই আত্মহত্যার হুমকি দিলেন পুরপিতা শঙ্কর আঢ্যের মেয়ে ঋতুপর্ণা আঢ্য। ভিডিওটি পোস্ট হতেই ভাইরাল হতে থাকে ঝড়ের গতিতে। ভিডিওটির মাধ্যমে ঋতুপর্ণা জানান যে, অনিরুদ্ধ সাহা নামের একটি ছেলেকে তিনি ভালোবাসেন এবং বাড়ি থেকে পালিয়ে তাঁরা বিয়েও করেছেন। এখন কেউ যদি তাঁদের ক্ষতি করার চেষ্টা করেন তাহলে আত্মহনন করবেন তাঁরা। এর সঙ্গে এটাও তাঁরা জানান যে দুজনেই তাঁরা সাবালক,তাই এটা করার অধিকার তাঁদের আছে। একই বার্তা দিয়েছেন অনিরুদ্ধ সাহা নামের ওই যুবকটি।

ভাইরাল হওয়া সেই ভিডিওটি দেখুন-

Posted by Rituparna Addhya on Thursday, July 5, 2018

তবে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো শুরু হলেই অনেকেই ঋতুপর্ণাকে বাড়ি ফিরে আসার অনুরোধ জানিয়ে কমেন্ট করেছেন। ওদিকে ভিডিওটি দেখে নিজেকে সামনে রাখতে পারেননি শঙ্কর আঢ্য,কান্নায় ভেঙে পড়েন তিনি। ওয়াসিম মন্ডল নামের এক ব্যক্তি ওই ভাইরাল হওয়া পোস্টটিতে কমেন্ট করে একথাই জানান। কিন্তু ভিডিওটি সামনে আসায় ঋতুপর্ণার পরিবারের তরফ থেকে এখনো থানায় কোনো এফআইআর দায়ের করা হয়নি। এছাড়া তাঁদের কোনো প্রকাশ্য প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!