এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দিনহাটা থেকে লোকসভার প্রচার শুরু তৃণমূল নেত্রীর, উচ্ছ্বাসে নতুন উদ্দীপনা দলীয় কর্মীদের

দিনহাটা থেকে লোকসভার প্রচার শুরু তৃণমূল নেত্রীর, উচ্ছ্বাসে নতুন উদ্দীপনা দলীয় কর্মীদের

আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রায় সব দলই তাদের হেভিওয়েট শীর্ষ নেতা- নেত্রীদের ময়দানে নামিয়ে জোর প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন। আর এবার অবশেষে বুধবার উত্তরবঙ্গ দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, বুধবার দিনহাটায় কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীর সমর্থনে একটি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, মুখ্যমন্ত্রীর সভা বিকেল তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও বেলা এগারোটা থেকেই সাধারণ মানুষ, উৎসাহী জনতা এবং তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়ে মাঠ পূর্ণ হতে শুরু করে।

আর এরপরই বিকেল 4 টা 15 মিনিট নাগাদ সভাস্থলের উপর দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকাপ্টার উড়ে গেলে মঞ্চে কোচবিহার জেলা যুব তৃনমূলের সভাপতি পার্থপ্রতিম রায় তথা প্রাক্তন সাংসদ মাইক হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিতে থাকে। যা দেখে আরও প্রবল উচ্ছাসে ফেটে পড়ে উদ্বেলিত জনতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরই এই সমাবেশে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিশিষ্ট অভিনেত্রী নুসরাত জাহানকে নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে নুসরাত জাহান বক্তব্য রাখার পর নিজের বক্তব্য রাখা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বেশিরভাগেই বিজেপিকে আক্রমণের কথা ছিল। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য সরকার সাধারণ মানুষের উন্নয়নে প্রতিটি কাজ করেছে। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার খালি ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে। তাই এবার বিজেপিকে একটিও ভোট নয়।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কিছুদিন আগেই তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করে এই কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হয়েছে নিশীথ প্রামাণিক। ফলে রাজনৈতিক মহলের একাংশ এখানে তৃণমূল বনাম বিজেপির লড়াইটাকে ঘাসফুল শিবিরের কাছে অত্যন্ত কঠিন বলে মনে করলেও এদিন সেই সমস্ত জল্পনা-কল্পনাকে পাত্তা না দিয়ে উল্টে দিনহাটার সভা মঞ্চে উপস্থিত হয়ে দলীয় প্রার্থী পরেশ অধিকারীকে জেতানোর আহ্বান জানিয়ে গেরুয়া শিবিরের উদ্দেশ্যেই কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!