বক্তৃতা দিতে গিয়ে ভরা সভায় দাঁত খুললো তৃণমূল বিধায়কের রাজ্য January 30, 2018 গতকাল জলপাইগুড়ির কালিয়াগঞ্জে তৃণমূলের দ্বারা আয়োজিত পঞ্চায়েতিরাজ সম্মেলনে বক্তব্য রাখবার সময় দাঁত খুলে গেল বিধায়কের।এদিন সভার বিশেষ অতিথি হিসাবে এসে রায়গঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ভরা সভা থেকে বক্তব্য রাখবার সময় খুলে যায় তার দাঁত।এদিন সভায় উপস্থিত ছিলেন দলের নেতা-কর্মীরা।তার দাঁত খুলে যাবার ঘটনায় হেসে ওঠে অনেকে।শেষ পর্যন্ত তিনি বাধ্য হন সভার মধ্যে বক্তব্য থামাতে। অনেকবার চেষ্টা করেও দাঁতকে ঠিক করে লাগাতে না পেরে জল খেয়ে বক্তব্য রাখেন তিনি।এরপর তিনি বলেন,“জল খেলে দাঁত লেগে যাবে।”এদিন তিনি বিজেপিকে তীব্র আক্রমণও করেন। এবং সমস্ত বিরোধীদের সমালোচনা করেন। সাথে তৃণমূলের জয়োধ্বনিও দেন। আপনার মতামত জানান -