এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অপহৃত প্রভাশালী তৃণমূল নেতা! নেপথ্যে অপর দুই তৃণমূল নেতা! বিধানসভার আগে তীব্র হচ্ছে অস্বস্তি

অপহৃত প্রভাশালী তৃণমূল নেতা! নেপথ্যে অপর দুই তৃণমূল নেতা! বিধানসভার আগে তীব্র হচ্ছে অস্বস্তি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল বনাম তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ নতুন কিছু নয়। রাজ্যের বিভিন্ন জায়গায় শাসকদলের এক গোষ্ঠীর সঙ্গে অপর গোষ্ঠীর সংঘর্ষে অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। আর এবার মালদহের হরিশ্চন্দ্রপুরে এক তৃণমূল নেতাকে অপহরণের ঘটনায় দুই তৃণমূল নেতা গ্রেফতার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এতদিন গোষ্ঠী কোন্দলে দু’পক্ষের সংঘর্ষের খবর সামনে আসতে শুরু করেছিল। কিন্তু এবার যেভাবে এক তৃনমূল নেতাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার 5 জনের মধ্যে 2 জন তৃণমূল নেতা বলে খবর পাওয়া গেল, তাতে চাঞ্চল্য বাড়তে শুরু করেছে।

জানা গেছে, সোমবার ভরদুপুরে বাড়ি থেকে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সহ সভাপতি জহিরুল ইসলামকে অপহরণের চেষ্টা করা হয়। কিন্তু যে গাড়িতে এই জহিরুল ইসলাম ছিলেন, 8 কিলোমিটার দূরে সেই গাড়িটা ঘিরে ফেলেন এলাকার বাসিন্দারা। এদিকে এলাকাবাসীরা তারা করায় ভয় দেখাতে শূন্যে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ। পরবর্তীতে বাসিন্দারা গাড়ির পথ আটকে সেই নেতাকে উদ্ধার করেন। তবে চিন্তার বিষয়, এই ঘটনায় আটক 5 জন ব্যক্তির মধ্যে দুজন তৃণমূল নেতা। আর এক তৃনমূল নেতাকে অপহরণের চেষ্টার অভিযোগে তৃণমূলের অপর দুই নেতা গ্রেফতার হওয়ায় এখন রীতিমত গুঞ্জন বাড়তে শুরু করেছে। তাহলে কি এর পেছনে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমভাবে দায়ী?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লেনদেন সংক্রান্ত বিবাদের জন্যই জহিরুল ইসলামকে অপহরণের চেষ্টা করা হয়েছিল। তবে কী কারণে এই লেনদেন, তা এখন খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও যে সমস্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, এর পেছনে তাদের কি ভূমিকা ছিল, তাও তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু তাকে কেন অপহরণের চেষ্টা করা হল? আর এই ঘটনায় যেভাবে দুই তৃণমূল নেতা গ্রেপ্তার হলেন, তাতে তো তৃণমূলের একাংশ তার বিরুদ্ধে চক্রান্ত করছে বলে দাবি করতে শুরু করেছেন বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে সেই জহিরুল ইসলাম বলেন, “টাকা লেনদেনের কোনো ঘটনা নেই। কারা কেন এমন করল, বুঝতে পারছি না।” এদিকে এই বিষয়ে মালদহ জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নূর বলেন, “এটা দলের কোনো বিষয় নয়। এই বিষয়ে দল কিছু জানে না। যদি কেউ অন্যায় করে থাকে, তাহলে আইন আইনের পথে চলবে।” সব মিলিয়ে এবার তৃণমূল নেতাকে অপহরণের চেষ্টার অভিযোগে যেভাবে পাচজন ব্যক্তি গ্রেফতারের মধ্যে দুজন তৃণমূল নেতা হিসেবে বেরিয়ে পড়ল, তাতে শাসকদলের অস্বস্তি ক্রমশ বাড়ছে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!