এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এখনো পদ পাননি তৃণমূলের শিক্ষক নেতারা, নতুন কমিটি নিয়ে তীব্র জল্পনা শাসকদলের অন্দরেই

এখনো পদ পাননি তৃণমূলের শিক্ষক নেতারা, নতুন কমিটি নিয়ে তীব্র জল্পনা শাসকদলের অন্দরেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি নানা জেলা এবং রাজ্যস্তরে তৃণমূলের সাংগঠনিক রদবদল হয়েছে। তবে উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের শিক্ষক সংগঠনের যে করুণ অবস্থা, তা দেখে অনেকেই হতাশ হয়ে পড়েছেন। প্রায় সাত মাস হয়ে গেল। অথচ এখনও পর্যন্ত উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতিদের মেয়াদ উত্তীর্ণ হলেও নতুন করে নিয়োগ করা হয়নি। শুধু তাই নয়, চলতি বছরের সংগঠনের সদস্য পদের রিনিউয়াল করাও সম্ভব হয়নি বলে অভিযোগ।

ফলে কবে নতুন কমিটি ঘোষণা হবে এবং কে কে পদে থাকবেন আর কে কে বাদ যাবেন, তা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরমহলে। কিন্তু এভাবেই যদি চলতে থাকে, তাহলে সাংগঠনিক কাজকর্ম চলবে কি করে? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 এর বিধানসভা নির্বাচনের আগে সমস্ত শাখা সংগঠনকে শক্তিশালী করে তোলার চেষ্টা করছেন, সেখানে উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির যদি এই অবস্থা হয়, তবে তা তৃণমূলের ক্ষেত্রে বড় অশনিসংকেত বলেই মনে করছে একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন, “জেলার 17 টি চক্রের সদরের সভাপতি গত বছর ডিসেম্বর পর্যন্ত মেয়াদ ছিল। 2019 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে সেই সময় কমিটি গঠন করা হয়েছিল। এবার 2021 এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন নিয়োগ করা হবে। করোনার জন্য কমিটি গঠন করা হয়নি। তবে যারা পদে ছিলেন, সেই পদের দায়িত্ব চালাচ্ছেন, তাদের মধ্যে যারা ভালো কাজ করছে, তাদেরকে আমরা জেলা কমিটিতে নেব, সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

রিনিউয়াল করার বিষয়টিও এবার দেখা হবে। করোনার জন্য স্কুল বন্ধ থাকায় এখনও রিনিউয়াল করা সম্ভব হয়নি। রাজ্য থেকে যেমন নির্দেশ আসবে, সেই অনুযায়ী কাজ হবে। সংগঠনে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো প্রশ্ন নেই। শীঘ্রই নতুন করে বিভিন্ন চক্রের সভাপতির নাম ঘোষণা করা হবে।” সব মিলিয়ে এবার উত্তর দিনাজপুর জেলায় সংগঠন পরিচালনার ক্ষেত্রে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতি কি পদ্ধতি অবলম্বন করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!