এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পার্টি অফিস খোলা নিয়ে মার খেল প্রভাবশালী তৃণমূল নেতা! বিজেপির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা!

পার্টি অফিস খোলা নিয়ে মার খেল প্রভাবশালী তৃণমূল নেতা! বিজেপির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা!


করোনা পরিস্থিতির মধ্যেও বাংলায় রাজনৈতিক সংঘর্ষ যেন কিছুতেই থামছে না। এবার পার্টি অফিস খোলা নিয়ে চরম বিবাদে জড়াল তৃনমূল এবং বিজেপি। যেখানে তৃণমূলের দেওয়ানদিঘী থানার আলমপুরে পার্টি অফিস খোলা নিয়ে তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

আর এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা গেছে, গত শুক্রবার বিকেল চারটার সময় আলমপুরে বর্ধমান-সিউরি রোডের ধারে তৃনমূলের কর্মী-সমর্থকরা তাদের দলীয় কার্যালয় খুলতে উদ্যত হয়। অভিযোগ, সেই সময় প্রায় 50 জন ব্যক্তি লোহার রড, লাঠি এবং লঙ্কার গুঁড়ো নিয়ে তাদের ওপর হামলা চালায়। এমনকি তাদের মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, তৃণমূল কর্মী সমর্থকদের মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। আর তৃণমূলের পক্ষ থেকে এই ব্যাপারে বিজেপির দিকে অভিযোগ করাতেই এখন তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি মনিরুল হক থানায় একটি মামলা দায়ের করেছেন। যার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলায় কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। যদিও বা বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুনীল গুপ্তা বলেন, “ঘটনায় আমাদের কেউ জড়িত নয়। এলাকার কর্তৃত্ব কার দখলে থাকবে, তা নিয়ে তৃণমূলের লোকজনের সঙ্গে জয়হিন্দ বাহিনীর সমর্থকদের মারপিট হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব ধামাচাপা দিতে বিজেপির নাম জড়ানো হচ্ছে।” সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!