এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > সরকারি সুবিধা নিয়ে উত্তরবঙ্গে বিস্ফোরক অভিযোগ হেভিওয়েট রাজ্যের মন্ত্রীর

সরকারি সুবিধা নিয়ে উত্তরবঙ্গে বিস্ফোরক অভিযোগ হেভিওয়েট রাজ্যের মন্ত্রীর

এবার গ্রেটার সমর্থকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে এই কোচবিহার জেলায় গ্রেটার সমর্থকদের আন্দোলনে প্রবল সমস্যার সৃষ্টি হয়েছিল।

এমনকি এই গ্রেটারদের আন্দোলনের জেরে প্রায় দেড় কোটি টাকা বিদ্যুতের বিল বকেয়া ছিল এই জেলায়। জানিয়ে জেলার প্রশাসনিক বৈঠকে প্রবল ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর এবার জনগণনায় নাম না তোলায় সেই গ্রেটার সমর্থকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।

সূত্রের খবর গত বুধবার কোচবিহারের ল্যান্সডাউন হলে সংখ্যালঘু কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানেই জেলার প্রশাসনিক কর্তারা জানান যে, এই কোচবিহার জেলার কয়েকজন বাসিন্দা নিজের পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানাতে রাজি হচ্ছেন না। আর তখনই এই ব্যাপারে সেই সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েস মন্ডল তীব্র বিস্ময় প্রকাশ করেন।

আর এর পরেই এই ব্যাপারে মুখ খোলেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি বলেন, “নানা বিভ্রান্তির ছেড়ে গ্রেটার সমর্থকদের একাংশ বিগত দিনে জনগণনায় নাম তোলেননি। কিন্তু তা সত্বেও তারা নানা সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন।” তবে ভবিষ্যতে এই গ্রেটার সমর্থকরা যে জনগণনায় নিজেদের নাম তুলবেন সেই ব্যাপারেও এদিন আশা প্রকাশ করেন তিনি। কিন্তু মন্ত্রীর এই বক্তব্য ঠিক কতটা সত্যি?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন এই প্রসঙ্গে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বংশীবদন বর্মণ বলেন, “আমরা এই ধরনের কোনো নির্দেশ দিইনি। তাই এই ব্যাপারে কোনো মন্তব্য করব না।” অন্যদিকে এই ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি গ্রেটারের অনন্ত রায় গোষ্ঠীর সম্পাদক পরেশ বর্মনও। তবে বর্তমান পরিস্থিতিতে এই কোচবিহার জেলায় যে ভাবে গ্রেটার নেতৃত্ব এবং সমর্থকদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে শুরু করেছে তাতে যে সেই গ্রেটাররা ভবিষ্যতে অনেকটাই চাপে পড়বে সেই ব্যাপারে নিশ্চিত অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!