এখন পড়ছেন
হোম > রাজ্য > গ্রেফতার জোড়া খুনে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা

গ্রেফতার জোড়া খুনে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা

জোড়া খুনের ঘটনায় প্রাক্তন তৃণমূল নেতা বিশ্বনাথ পাত্রকে গ্রেফতর করলো কলকাতার পর্ণশ্রী থানার পুলিশ। পুলিস সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালে নরোত্তম মণ্ডল নামে এক সিপিএম সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ ছিল ওই তৃণমূল নেতার বিরুদ্ধে । পাশাপাশি, এই বছরের ফেব্রুয়ারিতে নরেশ হালদার নামে আরও এক তৃণমূল সমর্থককে চণ্ডীপুর বাজারে বঁটি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

২০০৮ সালে সিপিআই থেকে কংগ্রেসে যোগ দেন বিশ্বনাথবাবু এর কয়েকদিন পরে তৃণমূলে যোগ দেন তিনি। বাপুজির যুব তৃণমূল সভাপতি ও পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন তিনি। অভিযোগ এলাকায় তার বিরুদ্ধে মুখ খুললে পার্টি অফিসে তুলে এনে মারধর করা হতো। যদিও নরেশবাবুকে খুনের অভিযোগ ওঠায় শাসকদল থেকে বিশ্বনাথবাবুকে বহিষ্কার করা হয়। এরপর গ্রেপ্তার হলেও জামিন পেয়ে যায় বিশ্বনাথবাবু । তারপর ফের এলাকায় তাণ্ডব শুরু করে। অনেক চেষ্টা করে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!