তৃণমূলের টিকিটে রাজ্যসভার প্রার্থী হওয়ার ‘অফার’ ফিরিয়ে দিলেন হেভিওয়েট বুদ্ধিজীবী রাজ্য March 8, 2018 ”আমার কাছে তৃণমূলের তরফ থেকে প্রস্তাব এসেছিল। কিন্তু আমি একেবারেই রাজি নই। সেটা জানিয়ে দিয়েছি। ওই পদটার জন্য আমি সঠিক লোক নই। নিশ্চিন্তে আপনি আমার নামটা বাদ ধরে নিতে পারেন।” এদিন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার জল্পনা নিয়ে প্রশ্ন উঠলে এক সংবাদ মাধ্যমকে এমনটাই জানান মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ চিত্র শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য। জানা গেছে, এর আগে বহু সভায় মিছিলে তিনি তৃণমূল কংগ্রেসের পাশে থাকলেও বর্তমানে তিনি নিজেকে তৃণমূল কংগ্রেস থেকে গুটিয়ে নিয়েছেন।আর এর একটা কারণ সারদা কাণ্ডে তার নাম জড়িয়ে যাওয়া বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। সূত্রের খবর হঠাৎই শুভাপ্রসন্নর এক ঘরোয়া আড্ডায় যোগ দেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এর পরই তিনি ঠিক করেন শুভাপ্রসন্নকে রাজ্যসভায় টিকিট দেওয়ার ব্যাপারটি। কিন্তু এই প্রস্তাব নাকচ করে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রাখছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আপনার মতামত জানান -