এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন তৃণমূল নেতা, শোকের ছায়া রাজনৈতিকমহলে

গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন তৃণমূল নেতা, শোকের ছায়া রাজনৈতিকমহলে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন তৃণমূল নেতা। জানা গেছে, কোচবিহারের তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নরেন দত্ত গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। সেইসঙ্গে ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সম্রাট বর্মন এবং শুভজিত্‍ রায় নামের আরো দুজন।

তাঁরা দু’জনই নরেন দত্তের বন্ধু এবং তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ছিলেন বলে জানা গেছে। তথ্য সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাত দু’টোর সময়। কোচবিহার নিশিগঞ্জ এলাকায় ঘটে দুর্ঘটনাটি। ঠিক কি হয়েছিল সেখানে?

পুলিশ সূত্রের জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে একটি ছোট গাড়ি করে মাথাভাঙা থেকে কোচবিহারের দিকে আসছিলেন তাঁরা। ভোররাতে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। জানা গেছে সে সময় গাড়ি চালাচ্ছিলেন নরেনবাবু নিজেই। অন্যদিকে, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যেতে দেখা গেছে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখান থেকে পুলিশ ৩ জনকে উদ্ধার করে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। আর সেখানেই চিকিৎসকরা নরেনবাবুকে মৃত বলে ঘোষণা করেন বলে জানা গেছে। তবে বাকি দু’জন ওই হাসপাতালেই চিকিত্‍সাধীন রয়েছেন। অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নরেন দত্তের অকাল-মৃত্যুতে কোচবিহার জেলা তৃণমূল কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিন তাঁর মৃত্যুতে তাঁর পরিবার শোকস্তব্ধ হয়ে গেছে বলে জানা গেছে। অন্যদিকে, এদিন জেলা সভাপতি এই বিষয়ে জানিয়েছেন, নরেনবাবু দলের তরুণ নেতা এবং খুব কর্মঠ ছিলেন। সেইসময় এই ঘটনায় তাঁরা শোকস্তব্ধ এটাও জানিয়েছেন তিনি। অন্যদিকে, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বলেন, ”আমরা গভীর শোকাহত। এতে দলের ক্ষতি হল।”

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!