এখন পড়ছেন
হোম > Uncategorized > একে বিজেপিতে রক্ষে নেই আপ দোসর, তৃণমূল ছেড়ে এই হেভিওয়েট যাচ্ছেন আপে!

একে বিজেপিতে রক্ষে নেই আপ দোসর, তৃণমূল ছেড়ে এই হেভিওয়েট যাচ্ছেন আপে!


মমতাকে নয় ২০২৪ কে মাথায় রেখে অন্য রাজ্যে এবার একটু একটু করে বিস্তার ঘটাচ্ছিলো তৃণমূল। কিন্তু যে নেতার হাতে ভরসা রাখতে চলেছিল সেই নেতা এবার তৃণমূল ছেড়ে আপে যোগ দিচ্ছেন। তৃণমূল ছাড়ছেন হরিয়ানার নেতা অশোক তানোয়ার। হরিয়ানার রাজনীতিতে এখনও তাঁর দাপট রয়েছে যথেষ্টই। তাঁর সেই প্রভাবকেই কাজে লাগাতে তৃণমূল তাঁকে নিজেদের দলে নেয় কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই তৃণমূল নিয়ে তাঁর মোহভঙ্গ হল।

এক বছরের মধ্যেই দ্বিতীয়বার দলবদল করতে চলেছেন অশোক। তিনি সোমবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীবালের উপস্থিতিতে তিনি আপে যোগ দিতে পারেন। গত বছর বাংলায় তৃতীয়বার ক্ষমতা দখলের পর যখন দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন এই নেতা। যার উপরে আস্থা রেখেছিলো তৃণমূল।

হরিয়ানায় সংগঠন তৈরির পাশাপাশি, সদ্যসমাপ্ত গোয়ার বিধানসভার নির্বাচনেও তাঁকে কাজে লাগিয়েছিল তৃণমূল। কিন্তু কেন এই দলবদল? তা জানতে হরিয়ানা তৃণমূলের পর্যবেক্ষক রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়কে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে জাতীয় রাজনীতিবিদদের মতে,যেভাবে পঞ্জাবে ঝড় তুলে কংগ্রেসকে পর্যুদস্ত করে আপ ক্ষমতায় এসেছে তার জেরেই অশোক দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন। মমতাকে নয় কেজরিওয়ালের ভরসা রাখছেন অশোক। তাই পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল ছেড়ে পঞ্জাবের ক্ষমতাসীন দলে যোগ দিচ্ছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!