এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল নেতাদের বিজেপিতে যোগদান ঘিরে বিস্ফোরক বিজেপি নেতা

তৃণমূল নেতাদের বিজেপিতে যোগদান ঘিরে বিস্ফোরক বিজেপি নেতা


 

লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্য রাজনীতিতে শাসক বনাম বিরোধীর লড়াই চরম পরিমাণে শুরু হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে, পার্টি অফিস থেকে পঞ্চায়েত সমিতি – দখল, পাল্টা দখল নিয়ে বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়াচ্ছে। আর এই দখল, পাল্টা দখলের ঘটনা ঘটাতে গিয়েই শাসক-বিরোধী দুই দলের সংঘর্ষ চরম পরিমাণে প্রত্যক্ষ করছেন সাধারণ মানুষ।

সূত্রের খবর, বুধবার সকালে উত্তর 24 পরগনা জেলার পানিহাটির সোদপুর অমরাবতী এলাকায় মধ্যমগ্রাম রোগীর উপর তৃণমূলের পার্টি অফিসে ব্যাপক পরিমাণে হামলা চালানো হয়। যে ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ, বুধবার ভোররাতে দুষ্কৃতীরা তৃণমূলের সেই কার্যালয়ে বোমাবাজি করে। যেখানে বুধবার সকালে তৃণমূলের স্থানীয় কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে দেখতে পান যে তাদের পার্টি অফিসে বোমা মারা হয়েছে।

পাশাপাশি দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে তৃণমূল। আর এই গোটা ঘটনায় অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূলের তরফে দাবি করা হয়, এর পেছনে বিজেপি জড়িত। অন্যদিকে বিজেপির তরফে গোটা ঘটনায় অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা মাধব নন্দী বলেন, “সামনেই পানিহাটি এলাকার পুর নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে ওরা শান্ত পানিহাটিকে কাকিনাড়া করতে চাইছে। বিধায়ক নির্মল ঘোষের নেতৃত্বে এখানে কোনো অশান্তি নেই। কিন্তু দুদিন ধরে পানিহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডকে বিজেপি অশান্ত করে রেখেছে। আমরা এই অশান্তি কিছুতেই বরদাস্ত করব না। এর বিরুদ্ধে আন্দোলন করে জনগণকে সাথে নিয়ে আমরা বিজেপিকে যোগ্য জবাব দেব‌।”

এদিকে এই ঘটনায় তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে অস্বীকার করছে গেরুয়া শিবির। এদিন এই প্রসঙ্গে পানিহাটির বিজেপি নেতা মানস ভট্টাচার্য বলেন, “আসলে এখানে তৃণমূলের পায়ের তলার মাটি নেই। প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা বিজেপিতে যোগদান করছে। আর এতেই ভয় পেয়ে তৃণমূল ইচ্ছাকৃত এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে।” একইভাবে অতীতের কিছু ঘটনার কথা তুলে ধরে, তারা কোনো দলীয় বৈঠক করলেই তাদের ওপর তৃণমূল আঘাত করছে বলেও অভিযোগ করেন এই বিজেপি নেতা।

বিশেষজ্ঞরা বলছেন, লোকসভা নির্বাচনের পর থেকেই বিভিন্ন জায়গায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক বাড়তে শুরু করেছে। কিন্তু পানিহাটিতে এদিন যে ঘটনা ঘটল এবং তার পিছনে বিজেপি দায়ী বলে যেভাবে অভিযোগ করল তৃণমূল, তাতে তৃণমূল মিথ্যে কথা বলছি বলে পাল্টা অভিযোগ করল বিজেপি। যা লোকসভা ভোটের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ফলেই শাসকদল তাদের দিকে মিথ্যে অভিযোগ করছে বলে দাবি করতে শুরু করল গেরুয়া শিবির বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!