এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূল ‘নোংরা রাজনীতি’ করে অভিযোগ করে দল ছাড়তে চলেছেন তৃণমূল নেতা

তৃণমূল ‘নোংরা রাজনীতি’ করে অভিযোগ করে দল ছাড়তে চলেছেন তৃণমূল নেতা

তৃণমূল ‘নোংরা রাজনীতি’ করে মুকুল রায়ের সুরে সুর মিলিয়ে ফাসেবকে পোস্ট করে জল্পনা বাড়ালেন তৃণমূল নেতা।তিনি হলেন আইনজীবী নেতা কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়৷ এদিন কোর কমিটির বৈঠক শেষ হওয়ার কয়েকঘণ্টা পর বৈশ্বানরবাবু একটি ফেসবুক পোস্ট করেন ৷ তাতে কয়েকটি লাইন ইংরেজিতে লেখেন৷ যা বাংলা করলে মানে হয় -‘‘আমি আর নোংরা রাজনীতিতে থাকতে চাই না৷ রাজনীতিতে আমি বেমানান৷ তাই আমি আর এখানে থাকতে পারলাম না৷’’হটাৎ কি এমন হলো যে তিনি এইরকম মন্তব্য করলেন জল্পনা ছড়ায় রাজনৈতিকমহলে।কিছুক্ষন পরেই আবার পোস্টটি ডিলেট ও করে দেন তিনি। যা নিয়ে আবারো জলঘোলা হয়। এদিন এরপর তিনি জানান ওই পোস্টটি ডিলিট করার পিছনে অন্য কোনও কারণ নেই। যে আদর্শ নিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল৷ এখন আর সেই আদর্শ নেই আর তাই তিনি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নিলেন৷ আর এইসব নিয়ে তিনি মানসিক অবসাদেও ভুগছেন৷ অনেকে মনে করছেন যে তিনি ভেবেছিলেন যে তাঁকে রাজ্যসভা থেকে তৃণমূলের প্রার্থী করা হবে কিন্তু তা না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন যদিও যদিও একথা অস্বীকার করেছেন বৈশ্বানরবাবু। শুধু জানিয়েছেন, তিনি তৃণমূল কংগ্রেস করবেন না৷ অন্য কোনও দলেও তিনি যাচ্ছেন না৷

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!