এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল নেতারা মানসিক সুস্থতা হারিয়েছেন, ফের তোপ দিলীপের!

তৃণমূল নেতারা মানসিক সুস্থতা হারিয়েছেন, ফের তোপ দিলীপের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিগত লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় 18 টি আসন দখল করার পরেই তৃণমূল নেতাদের উৎকণ্ঠা ক্রমশ বাড়তে শুরু করে। উন্নয়নের উপর ভিত্তি করে তারা ব্যাপক প্রচার করলেও এবং 42 এ 42 স্লোগান তুললেও, কেন বিজেপি বাংলা থেকে 18 টি আসন পেয়ে গেল, তা নিয়ে রীতিমত চিন্তায় কপাল চাপড়াতে থাকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

কথায় আছে, মানুষ যখন হতাশায় ভোগে, তখন তারা এমন কিছু কাজ করে ফেলে, যা সত্যিই সমালোচকদের কাছে অস্ত্র হয়ে দাঁড়ায়। বর্তমানে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি প্রতিমুহূর্তে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে। দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন কেলেঙ্কারি, নানা ঘটনায় রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হচ্ছেন বিজেপি নেতারা।

যার ফলে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে এবার তৃণমূলের নেতারা মানসিক সুস্থতা হারিয়ে ফেলেছেন বলে দাবি করে ঘাসফুল শিবিরকে আরও অস্বস্তিতে ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন একটি টুইট করেন মেদিনীপুরের এই বিজেপি সাংসদ। যেখানে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “দলের পাশাপাশি সরকারের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতারা মানসিক সুস্থতা হারিয়েছেন। পুরো দলটাই দুর্নীতি, হিংসা এবং আভ্যন্তরীণ ফাটলের কারণে ছিন্নভিন্ন।” এদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও এদিনের টুইটের মাধ্যমে আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “কল্যান বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ নেতারা তাদের মানসিক স্বচ্ছতার অভাব প্রকাশ করে বিরোধী বক্তব্য দিচ্ছেন। সাধারণ মানুষ অর্ধ সচেতন নয়। তাই তারা সার্কাসের শো উপভোগ করছেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিককালে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের নানা দুর্নীতি প্রকাশ্যে এসেছে। যাকে কেন্দ্র করে ময়দানে নেমেছে বিরোধীরা। অস্বস্তি বেড়েছে রাজ্যের শাসকদলের। পাশাপাশি বিভিন্ন জায়গায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল শাসকদলের অস্বস্তিকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিয়েছে। শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে দুর্নীতি এবং দ্বন্দ্ব বন্ধ করার নির্দেশ দেওয়া হলেও, তা কোনোমতেই বাগে আনা যাচ্ছে না। তাই এই পরিস্থিতিতে তৃণমূল নেতারা দলের অভ্যন্তরীণ পরিস্থিতিতে যেমন জেরবার হয়ে উঠেছেন, ঠিক তেমনই দুর্নীতি প্রকাশ্যে আসায় বিরোধীদের কটাক্ষের মুখে পড়ে রীতিমত অস্বস্তিতে পড়তে দেখা যাচ্ছে তাদের।

আর এই পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে শাসকদলের অনেক নেতা বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে নানা মন্তব্য করে ফেলছেন। যা নিঃসন্দেহে চর্চার চর্চিত হয়ে দাঁড়াচ্ছে বাংলার রাজনৈতিক মহলে। তাই শাসকদলের সেই সমস্ত নেতাদের মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নেমে তৃণমূল নেতারা মানসিক সুস্থতা হারিয়ে ফেলছেন বলে দাবি করে শোরগোল তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলে মত রাজনৈতিক মহলের। অর্থাৎ দিলীপ ঘোষ এই মন্তব্য করে বোঝানোর চেষ্টা করলেন যে, তৃণমূল সামনের বিধানসভা নির্বাচনে পরাজিত হবে। তাই এখন থেকেই তাদের নেতারা হতাশাগ্রস্ত হয়ে এই ধরনের মন্তব্য করা শুরু করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!