এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলের “মোহনা অপেরায়” নতুন মোড়! “বিদ্রোহী” নেতার সঙ্গে বৈঠক স্বয়ং মমতার? বাড়ছে জল্পনা

তৃণমূলের “মোহনা অপেরায়” নতুন মোড়! “বিদ্রোহী” নেতার সঙ্গে বৈঠক স্বয়ং মমতার? বাড়ছে জল্পনা


মেয়াদোত্তীর্ণ জলপাইগুড়ি পৌরসভায় মেয়র হিসেবে তাকে প্রশাসকের দায়িত্ব না দেওয়ার পরেই জেলা সভাপতির বিরুদ্ধে সোচ্চার হোন মোহন বসু। যার ফলে প্রকাশ্যে চলে আসে জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভাপতি কিষাণ কুমার কল্যাণী বনাম মোহন বসুর দ্বন্দ্ব। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে, জেলা সভাপতির অঙ্গুলিহেলনে তাকে প্রশাসক বোর্ডে রাখা হয়নি বলে অভিযোগ করেন মোহন বাবু। শুধু তাই নয়, জেলা সভাপতির বিরুদ্ধ গোষ্ঠীর নেতাদের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করতেও দেখা যায় তাকে। যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এমনকি মোহনবাবুর বাড়িতে বিজেপি নেতাদের উপস্থিতি পরেই রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়ে পড়ে। তাহলে কি মোহনবাবু জেলা সভাপতির বিরুদ্ধে নিজের টিম তৈরি করে এবার নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছেন? তবে মোহন বসু যাতে গোসা ন্করে কোনো সিদ্ধান্ত না নেন, তার জন্য ইতিমধ্যেই তার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে এসেছেন উত্তরবঙ্গ তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব।

তৃণমূলের সভাপতি কিষান কল্যাণীর বিরুদ্ধ গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় সহ আরও অনেককেই মোহন বসুর সঙ্গে দেখা করতে দেখা যায়।আরেক তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীও তার সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করেছিলেন মোহনবাবু।

এখনই শেষ নয়, মোহন বসু জানিয়েছিলেন, “বৃহস্পতিবার জেলার বিভিন্ন ব্লকের নেতৃত্ব, জেলা নেতৃত্ব এসেছিলেন। বিদায়ী কাউন্সিলররা এসেছিলেন। জেলা পরিষদের সদস্যরাও এসেছিলেন।”

পাশাপাশি তার সাথে ফোনে কথা হয়েছে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেও খবর। আর এত সব সত্ত্বেও জেলা সভাপতির বিরুদ্ধে কড়া মন্তব্য করতে ছাড়ছেন না মোহন বসু। বরঞ্চ কিষান কল্যাণীকে সরাতে হবে বলে প্রতিনিয়ত সোচ্চার হতে দেখা যাচ্ছে তাকে। আর এই পরিস্থিতিতে জলপাইগুড়ি জেলা তৃণমূলের অন্দরমহলে যখন সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, ঠিক তখনই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বসু। আর মোহন বসুর তরফে দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করাতেই এখন রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক গুঞ্জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাহলে কি এবার সরাসরি দলনেত্রীর সঙ্গে দেখা করে কিষাণ কুমার কল্যাণীর বিরুদ্ধে অভিযোগ করবেন মোহন বসু? এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “ইচ্ছা আছে লকডাউন উঠে গেলে নেত্রীর সঙ্গে দেখা করব। শুভেন্দুবাবু শুক্রবার দুপুরে আমাকে ফোন করেছিলেন। ওনার সঙ্গে কথা হয়েছে। তবে কি কথা বলেছি, তা নিয়ে আমি সংবাদমাধ্যমকে কিছু বলতে চাই না। আমি দলের প্রাক্তন ব্লক সভাপতি, বিভিন্ন বিধায়ক এবং নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছি. সবার সঙ্গে আলোচনা করেই এগোবো।”

আর এই টালমাটাল পরিস্থিতিতে যত দিন যাচ্ছে, ততই জলপাইগুড়ি জেল তৃণমূলের অন্দরমহলে জটিলতা বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন সমগ্র পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!