এখন পড়ছেন
হোম > রাজ্য > মুকুলের সুরে কথা বলেও বেসুরে গাইলেন তৃণমূলের হেভিওয়েট নেতা জল্পনা তুঙ্গে

মুকুলের সুরে কথা বলেও বেসুরে গাইলেন তৃণমূলের হেভিওয়েট নেতা জল্পনা তুঙ্গে

ফেসবুকে পোস্ট নিয়ে শো-কজ করা হলো আইনজীবী নেতা কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়-কে। এদিন তৃণমূল ‘নোংরা রাজনীতি’ করে মুকুল রায়ের সুরে সুর মিলিয়ে ফেসবুকে পোস্ট করে জল্পনা বাড়িয়েছিলেন পাশাপাশি তিনি পোস্টটি ডিলিট ও করে দিয়েছিলেন কিছুক্ষন পর কিন্তু কি কারণে এমন পোস্ট তা জানাতে গিয়ে জানিয়েছিলেন যে আদর্শ নিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল৷ এখন আর সেই আদর্শ নেই আর তাই তিনি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নিলেন৷ কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অন্য সুর শোনা গেলো তাঁর গলায়। এদিন তিনি জানালেন তাঁর এই পোস্টের জন্যে তিনি দুঃখিত। দল ও দলীয় নেত্র্রীর প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। দল ছাড়ার কোনও রকম পরিকল্পনা তাঁর নেই। অবসাদের কারণেই তিনি এই ধরণের মন্তব্য করে ফেলেছেন। ভবিষ্যতে এই ধরণের দল বিরোধী কাজ হবে না বলেও সতর্ক থাকবেন বলে জানিয়েছেন বৈশ্বানরবাবু।কিন্তু কেন এমন করলেন তিনি তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আর কেনইবা দল ছাড়বেন বলেও ছাড়লেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!