এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূল ছাত্র নেতা খুনের অভিযোগে মুকুল রায়ের ঘনিষ্ঠ মূল অভিযুক্ত হঠাৎই ৯ বছর বাদে গ্রেপ্তার

তৃণমূল ছাত্র নেতা খুনের অভিযোগে মুকুল রায়ের ঘনিষ্ঠ মূল অভিযুক্ত হঠাৎই ৯ বছর বাদে গ্রেপ্তার

তৃণমূল ছাত্র নেতা খুনের অভিযোগে মুকুল রায়ের ঘনিষ্ঠ মূল অভিযুক্ত-কে হঠাৎই ৯ বছর বাদে গ্রেপ্তার করা হলো এদিন। ২০০৯ সালের ২০ শে ডিসেম্বর হাবড়ার দু’নম্বর রেল গেটের সামনে একটি রক্তদান শিবিরে যোগ দিতে যান এলাকার পোড় খাওয়া কংগ্রেস নেতা বাপি চৌধুরী। সেখানেই তিনি হঠাৎই  দুষ্কৃতীদের হামলায় গুলিবিদ্ধ হন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাঁকে বাঁচানোর জন্য ছুটে আসতেই দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয় হাবড়া কলেজের তৃণমূল ছাত্র পরিষদ নেতা রণজিৎ দাস ওরফে নিগ্রোর। হাবড়া পুলিশের তদন্ত অনুযায়ী গ্রেপ্তার হয় সুপারি কিলার হিসাবে পরিচিত শ্রীরামপুর এলাকার যীশু, ধর্মেন্দ্র, জিতেন্দ্র। পরে এই ঘটনায় সামিল ভোলা দাস ও পাপ্পু নাম আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এরপর ৯ বছর বাদে হঠাৎই এদিন হাবড়া থানার পুলিশ গ্রেপ্তার করে এই খুনের মূল অভিযুক্ত হাবড়ার হিজলপুকুরের বাসিন্দা রাজু দামকে। বাপি চৌধুরীর পরিবারের দাবি অনুযায়ী এই রাজু দাম মুকুল রায়ের ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ এতদিন তাকে গ্রেপ্তার করতে পারে নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার। এমনকি অভিযোগের সত্যতা প্রমান হলে করা শাস্তির দাবি করেছে এলাকাবাসীও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!