এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল নেতাদের “ফাঁকিবাজি” রুখতে কঠোর নির্দেশিকা টিম পিকের, সামনে এল জনসংযোগের নতুন মন্ত্র!

তৃণমূল নেতাদের “ফাঁকিবাজি” রুখতে কঠোর নির্দেশিকা টিম পিকের, সামনে এল জনসংযোগের নতুন মন্ত্র!

 

লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পেছনে জনসংযোগের যথেষ্ট অভাব রয়েছে বলে ফলাফল পর্যালোচনায় উঠে এসেছিল। যার পরেই দলের রণনীতিকার হিসেবে প্রশান্ত কিশোরকে নিয়োগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে “দিদিকে বলো” কর্মসূচীর মধ্যে দিয়ে গোটা তৃণমূলকে ময়দানে নামিয়ে দিয়েছেন সেই প্রশান্ত কিশোর।

কিন্তু জনসংযোগের ব্যাপারে তৃণমূলকে কড়া নির্দেশ দিলেও অনেক ক্ষেত্রেই বিভিন্ন জায়গার নেতারা পুরনো ছবি দেখিয়ে ফাঁকি দিতে শুরু করেছেন বলে দাবি একাংশের। আর তাই জনসংযোগের দিক দিয়ে তৃণমূল নেতাদের ফাঁকিবাজি রুখতে কড়া পদক্ষেপ নিল দলীয় নেতৃত্ব। যার মূল উদ্যোক্তা প্রশান্ত কিশোরের টিম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, পাড়ার মিটিং থেকে ব্লকের সভা, তৃণমূলের যে কোনো জনসংযোগমূলক কর্মসূচিকেই এবার ফেসবুক লাইভের মাধ্যমে সকলের কাছে উপস্থাপিত করতে হবে। আর এর ফলে যেমন সত্য ঘটনা জানা যাবে, ঠিক তেমনই দলের নেতাদের ফাঁকিবাজি রোখা যাবে বলে দাবি একাংশের।

সূত্রের খবর, ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে কান্দি ব্লক তৃণমূল কংগ্রেস। শুক্রবার থেকেই তারা এই সিদ্ধান্ত কার্যকর করে দিতে শুরু করেছে। প্রসঙ্গত, সম্প্রতি কান্দিতে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে নিয়ে ব্লকের একটি বৈঠক ডাকা হয়েছিল। যেখানে এবার থেকে যে কোনো কর্মসূচি হলে তা ফেসবুক লাইভের মাধ্যমে সকলের কাছে উপস্থাপিত করার পরামর্শ দেয় দলীয় নেতৃত্ব। তবে বেশ কিছু তৃণমূল নেতার অ্যান্ড্রয়েড সেট না থাকায় তারা কিভাবে দলীয় কর্মসূচি ফেসবুক লাইভ করবেন, তা নিয়ে তৈরি হয়েছে সমস্যা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে কান্দি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বলেন, “আমি একটি পুরানো মোবাইল ব্যবহার করি। তাতে ফেসবুক লাইভ করা যাবে না। হয়তো দলীয় কর্মীকে দিয়ে আপাতত এই কাজ করতে হবে। আর নিজেকেও শিখতে হবে।” অন্যদিকে এই ব্যাপারে কান্দি পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধক্ষ বাবুল হোসেন বলেন, “কিভাবে লাইভ করতে হয় জানি না, সেটা শেখার জন্য ব্লক কমিটির কাছে কিছুদিন সময় চেয়ে নিয়েছি।”

জানা গেছে, যাদের অ্যান্ড্রয়েড সেট নেই বা যারা এই বিষয়টি সম্পর্কে অবগত নন, তাদের কিছুদিন সময় দেওয়া হয়েছে। তবে যারা ফেসবুক লাইভ করতে পারেন, তাদের যে কোনো কর্মসূচিতেই সেই ফেসবুক লাইভ করার নির্দেশ দিয়েছে কান্দি ব্লক তৃণমূল নেতৃত্ব।

এদিন এই প্রসঙ্গে কান্দি ব্লক তৃণমূল সভাপতি পার্থপ্রতিম সরকার বলেন, “দলীয় নেতারা কোথায় কি করছেন, সেটা জনসমক্ষে আনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন মিটিংয়ে কেমন জমায়েত হয়েছে, সেটা প্রচার মাধ্যমে আসা উচিত। মানুষের হয়ে দলের নেতারা কি কাজ করছেন, সেটা মানুষের জানার অধিকার রয়েছে। দলের স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বিশ্লেষকরা বলছেন, কান্দি ব্লক তৃণমূল নেতৃত্বের এই উদ্যোগ সত্যিই অত্যন্ত অভিনব এবং প্রয়োজনীয়। কেননা এতদিন তৃণমূলের নেতৃত্বরা সংগঠন করতে গিয়ে কেবলমাত্র ফাঁকিবাজি করে গিয়েছেন। আর তাই সেই ফাঁকিবাজি রুখতে ফেসবুক লাইভের মাধ্যমে সমস্ত কর্মসূচিকে তুলে ধরায় দল যেমন উপকৃত হবে, তেমনই দলের নেতারাও কর্মসূচির মধ্যে থাকবেন বলে দাবি পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!