এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড়সড় দায়িত্ব বৃদ্ধি তৃণমূলের এই প্রভাবশালী নেত্রীর, তীব্র জল্পনা শাসকদলের অন্দরে

বড়সড় দায়িত্ব বৃদ্ধি তৃণমূলের এই প্রভাবশালী নেত্রীর, তীব্র জল্পনা শাসকদলের অন্দরে


কোরোনার জেরে সাধারণ মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এলেও কোনো কিছুই বদলায়নি রানীতিতে.রাজনীতি নিজের জায়গায় ঠিক তার মতো চলছে। তৃণমূল, বিজেপি দুই দলের কাছেই লক্ষ্য ২০২১ আর তাই তারা নিজেদের মতো করে মাঠে নেমে পড়েছে। কয়েকদিন আগেই রাজ্য বিজেপির অন্দরে ব্যাপক রদবদল হয়। কম যায়নি তৃণমূল তারাও নিজেদের ঘর গোছাচ্ছে।

জানা যাচ্ছে এদিন বড়সড় পদ পেলেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, মালদহ বিধানসভা কেন্দ্রে দলের কো-অর্ডিনেটর হলেন পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল কংগ্রেসের মৃণালিনী মণ্ডল মাইতি। গতকাল তৃণমূলের নেতা দুলাল সরকার সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন। প্রসঙ্গত, এই দুলালবাবু এতদিন এর দ্বায়ীত্বে ছিলেন এবার সেই দ্বায়িত্ব দেওয়া হলো মৃণালিনী মণ্ডল মাইতিকে। ফলে এবার থেকে তাঁর নেতৃর্ত্বেই বাংলার গর্ব মমতা বা দিদিকে বল কর্মসূচি পালিত হবে মালদহ বিধানসভায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেতা দুলাল সরকার বলেন, “করোনা আবহে মানুষের পাশে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে বসেই নেতারা ভিডিও তৈরি করে আপলোড করছেন।”এদিকে নতুন দ্বায়িত্ব পেয়ে মৃণালিনী বলেন, “দলীয় সিদ্ধান্ত মেনে কাজ করব। যে দায়িত্ব দেওয়া হয়েছে তা ভালোভাবে পালন করাই আমার লক্ষ্য। আগামী দিনে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে পরিকল্পনা নেওয়া হবে।”

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে গতকাল প্রথম ভার্চুয়াল সভা করেন অমিত শাহ। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন , ২০১৯-এর নির্বাচনে সারা দেশের ৩০৩ আসনের থেকে পশ্চিমবঙ্গে থেকে বিজেপির ১৮ আসন জয় অধিক গুরুত্বপূর্ণ। যার ফলে তৃণমূলকে মাত দিতে বিজেপি যে এখন থেকেই ঝাঁপিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার এইভাবে রদবদল ঘটিয়ে বিজেপিকে পাল্টা কিভেব দে তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!