এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > তৃণমূল নেতা অবৈধ কয়লা খনি চালান, অভিযোগ তৃণমূলেরই নেতা-কর্মীদের! অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে

তৃণমূল নেতা অবৈধ কয়লা খনি চালান, অভিযোগ তৃণমূলেরই নেতা-কর্মীদের! অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিরোধীদের তোলা অভিযোগ নতুন কিছু নয়। বিভিন্ন জায়গায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সরব হয় বিরোধী রাজনৈতিক দলগুলো‌। কিন্তু এবার শাসক দলের নেতাকর্মীরাই তৃণমূল নেতার বিরুদ্ধে অবৈধ কয়লা খনি চালানোর অভিযোগ তুললেন। যার পরিপ্রেক্ষিতে শোরগোল পড়ে গিয়েছে শাসকদলের অন্দরমহলে। জানা গেছে, পশ্চিম বর্ধমানের জেলা শাসকের কাছে তৃণমূলের বেশ কিছু নেতাকর্মী রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়ার বিরুদ্ধে অবৈধ কয়লা খনি চালানোর অভিযোগ তুলে একটি চিঠি করেছেন।

গত 21 শে জুলাই এই চিঠি জমা করা হয়েছে বলে খবর। যেখানে অভিযোগ করা হয়েছে যে, বিনোদবাবু নিজের সংসদে অবৈধভাবে কয়লা খনি চালাচ্ছেন। তাই প্রশাসনিকভাবে তাকে ঠিকমত রেখে তদন্ত করা সম্ভব নয়। কারণ তাতে তদন্তে প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। স্বাভাবিকভাবেই তৃণমূলের এহেন গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে দলের অন্যান্য কর্মী সমর্থকরা এইরূপ অভিযোগ করায় এখন তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাহলে কি সত্যি সত্যিই তৃণমূলের বেশ কিছু নেতা এখন দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন?

তাই বিরোধীদের পাশাপাশি এখন তৃণমূলের অন্দরমহলেও এই ব্যাপারে গুঞ্জন তৈরি হতে শুরু করেছে! জানা গেছে, সম্প্রতি দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়া একটি তালিকায় দেখা যাচ্ছে যে, তৃণমূলের জেলা কমিটিতে এই বিনোদ নুনিয়া জায়গা পেতে পারেন। ফলে তাকে যদি সেখানে জায়গা দেওয়া হয়, তাহলে দলের ভাবমূর্তি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন একাংশ। তাই এমত পরিস্থিতিতে দলীয়ভাবে এবং প্রশাসনিকভাবে বিনোদবাবুকে যাতে সরানো হয়, তার জন্য তৃণমূলের একাংশ উঠে-পড়ে লেগেছেন বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে অভিযোগকারী তৃণমূল নেতা তরুণ মন্ডল বলেন, “বিনোদবাবু রতিবাটি পঞ্চায়েত এলাকার গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। এই অভিযোগ বনদপ্তরে জানানো হয়েছে।” এদিকে তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল নেতার বিরুদ্ধে এই রকম অভিযোগ ওঠায় পাল্টা ময়দানে নেমেছে বিরোধীরা। এদিন এই প্রসঙ্গে সিপিএম থেকে বিজেপি প্রত্যেকেই বলেন, “তৃণমূল যে এলাকায় অবৈধ কয়লা এবং বালি কারবারের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, বিনোদবাবুর বিরুদ্ধে তাঁর দলের লোকজনের অভিযোগেই তা স্পষ্ট।” তবে যাকে নিয়ে এত কিছু, সেই বিনোদবাবু এই ব্যাপারে কি বলছেন?

এদিন তিনি বলেন, “আমার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগের ভিত্তি নেই। দলের উদ্বোধন নেতৃত্ব সবটাই জানেন‌। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।” এদিকে গোটা বিষয়টি নিয়ে জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে গোটা ঘটনা যেদিকে এগিয়ে যাচ্ছে, তাতে তৃণমূল যে চরম অস্বস্তিতে পড়েছে, তা বলার অপেক্ষা রাখে না। এখন এই পরিস্থিতিতে তৃণমূলের পক্ষ থেকে এই বিনোদ নুনিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!