এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সামনে এসে ফের মন্তব্য করে কি আদতে তৃণমূল নেত্রীকে দলে ফেরা নিয়ে বড়সড় বার্তা সমেত শর্ত দিলেন শোভন? জল্পনা তুঙ্গে

সামনে এসে ফের মন্তব্য করে কি আদতে তৃণমূল নেত্রীকে দলে ফেরা নিয়ে বড়সড় বার্তা সমেত শর্ত দিলেন শোভন? জল্পনা তুঙ্গে


অনেকদিন হল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। কিন্তু বিজেপিতে যোগ দিলেও যেভাবে সক্রিয় দেখা যায়নি তাকে। বিভিন্ন সময় বিজেপির অন্দরে নানা বিষয়ে তার সঙ্গে দলের মতানৈক্যের কারণে কার্যত রাজনীতি থেকে অনেকটাই দূরে রয়েছেন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। দীর্ঘদিন রাজনীতির বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। তবে বর্তমানে আমপান নামক ভয়াবহ দুর্যোগে যখন কলকাতা বিপর্যস্ত, ঠিক তখনই মুখ খুলে নিজের একসময়কার সতীর্থ তথা কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র এবং বর্তমান প্রশাসনকে কটাক্ষ করেছেন সেই শোভন চট্টোপাধ্যায়।

একসময় তিনি কলকাতা পৌরসভার মেয়র ছিলেন আর তার সময় কলকাতাকে এরকম দেখতে হয়নি বলে জানিয়েছেন তিনি। আর হঠাৎ করেই শোভন চট্টোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে এবার রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে জল্পনা।তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেও এতদিন কোনো বিষয়ে যে ব্যক্তিকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি, সেই তিনিই এবার ভয়াবহ দুর্যোগের সময় পৌর প্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরে তৃণমূলকে কটাক্ষ করলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন শোভন চট্টোপাধ্যায় বলেন, “আমি থাকলে কলকাতার পরিস্থিতি এতটা খারাপ হত না। তাণ্ডবের পর চার দিন কেটে গেলেও কলকাতা স্বাভাবিক হল না। এজন্য পৌরসভার ব্যর্থতাই দায়ী। এই পরিস্থিতিতে মেয়র বা প্রশাসক কেউই ব্যার্থতা এড়াতে পারেন না। কলকাতা পৌরসভার ভূমিকা রোগী ভেন্টিলেশনে চলে যাওয়ার পর চিকিৎসা পরিষেবা শুরু হওয়ার মতই। কাজে ঘাটতি রয়ে গিয়েছে। যার ফল ভুগতে হচ্ছে কলকাতাবাসীকে।”

অর্থাৎ শোভন চট্টোপাধ্যায়ের এই কথা থেকে স্পষ্ট যে, তিনি কলকাতা পৌরসভার বর্তমান প্রশাসক ফিরহাদ হাকিমকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। এই ভয়াবহ দূর্যোগ সামাল দিতে না পারার জন্য পাশাপাশি তিনি থাকলে এই ঘটনা ঘটত না বলেও ইঙ্গিত দিয়ে শোভন চট্টোপাধ্যায়ের মন্তব্য নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনেকে বলছেন, শোভন চট্টোপাধ্যায় বর্তমানে বিজেপিতে সেভাবে গুরুত্বপূর্ণ জায়গায় নেই। সেদিক থেকে তার রাজনৈতিক ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতিতে কলকাতার দূর্যোগের কথা তুলে ধরে তার নিজের মেয়র পদে থাকার সময় কৃতিত্বের কথা তুলে পরোক্ষে প্রাক্তন দল ও প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ফেরা নিয়ে বার্তা আর শর্ত  দিতে চাইলেন শোভন চট্টোপাধ্যায় প্রশ্ন রাজনৈতিক পর্যবেক্ষকদের। একাংশ বলছেন, আসলে শোভন চট্টোপাধ্যায় নিজের মেয়র থাকার কৃতিত্ব তুলে ধরে পরোক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিতে চাইলেন যে, তিনি মেয়র পদে থাকলে এই ধরনের ঘটনা ঘটত না। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো শর্ত দিয়ে আবার প্রাক্তন দলে ফিরে যাওয়ার জন্য এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়! এখন এই প্রশ্নই উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, বিজেপিতে যোগ দেবার পরেও তিনি ও তাঁর বিশেষ বান্ধবী যোগাযোগ রেখেছেন তৃণমূলের সঙ্গে। বৈশাখী বন্দ্যোপাধ্যায় একাধিকবার পার্থ চট্ট্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেরেছেন। এমনকি কালীঘাটে তৃণমূল নেত্রীর বাড়িতেও গেছেন শোভনবাবু। জোর জল্পনা ছড়িয়েছে ফের বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন তিনি। আর এবার ফের এতদিন চুপ থেকে কলকাতার বর্তমান আমফান পরিস্থিতি নিয়ে মুখ খুলে বর্তমান মেয়রের ব্যার্থতা ও নিজের কৃতিত্ব জাহির করলেন তাতে প্রশ্ন উঠছেই। যদিও তৃণমূলে যাচ্ছেন বা যাচ্ছেন না। ওদিকে নেত্রীও এই নিয়ে চুপ ফলে জল্পনা বাড়ছে বই কমছে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!