এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবার ছাত্র সমাবেশে জেলা নেতাদের জমায়েত করানোর লক্ষ্যমাত্রা বেঁধে দিল তৃণমূল, জেনে নিন

এবার ছাত্র সমাবেশে জেলা নেতাদের জমায়েত করানোর লক্ষ্যমাত্রা বেঁধে দিল তৃণমূল, জেনে নিন

কিছুদিন আগেই তৃণমূলের শহীদ সমাবেশ একুশে জুলাই সমাপ্ত হয়েছে। লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে সেই একুশে জুলাই উত্তরবঙ্গ থেকে খুব একটা ভালো জনসমাগম করতে পারেনি শাসকদল। তবে এবার একুশে জুলাই যেতে না যেতেই তৃণমূলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের আগামী 28 আগস্ট প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেয়ো রোডে ছাত্র সমাবেশকে বড় আকার দিতে মরিয়া শাসকদলের ছাত্র নেতৃত্ব।

সূত্রের খবর, আগামী 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় যে সমাবেশ হতে চলেছে, এদিন তা সফল করতে মালদহের সানাউল্লাহ মঞ্চে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বদের নিয়ে একটি প্রস্তুতি বৈঠক করেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য। আর সেখানেই কোন জেলা থেকে কত সংখ্যক ছাত্রদের নিয়ে যেতে হবে, তার গাইডলাইন বেঁধে দেন রাজ্য টিএমসিপির সভাপতি।

জানা গেছে, এদিনের এই সভায় তৃনাঙ্কুর ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, যুব তৃনমূলের সভাপতি অম্লান ভাদুরী, হেমন্ত শর্মা সহ একাধিক নেতৃত্বরা। পাশাপাশি তিন জেলার বিভিন্ন কলেজ ইউনিটের নেতৃত্ব, ব্লক ও টাউন তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরাও উপস্থিত ছিলেন।

আর সেখানেই মালদহ থেকে 3 হাজার উত্তর দিনাজপুর থেকে 2 হাজার এবং দক্ষিণ দিনাজপুর থেকে দেড় হাজার ছাত্রকে নিয়ে যাওয়া হবে বলে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়। পাশাপাশি 28 আগস্টের প্রস্তুতি হিসেবে এদিন তিন জেলার জন্য তিনটি ওয়ার্কিং কমিটি তৈরি করে দেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, আগামী 26 আগস্ট সকলকে কলকাতামুখি হওয়ার বার্তা দিয়ে যে সমস্ত ছাত্ররা সমাবেশের উদ্দেশ্যে যাবেন, তারা যাতে টিকিট কেটে ট্রেনে ওঠেন, তার জন্যও জেলা নেতৃত্বকে জানিয়ে দেয় রাজ্য নেতৃত্ব। তবে প্রতিবার বিভিন্ন জেলার ছাত্র সংগঠনের পক্ষ থেকে 28 শে আগস্টে বিপুল ছাত্র সমাবেশ করা হয় বলে দাবি করা হলেও কোন জেলা কত সংখ্যক ছাত্র আনছে, তা নিয়ে একটা হিসাবে গরমিল দেখা যায়। কিন্তু এবার আর সেটা হবে না। পারফরম্যান্সের ভিত্তিতেই ভবিষ্যতে সকলকে জায়গা দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি।

এদিন মালদহের সমাবেশ থেকে তৃনাঙ্কুর ভট্টাচার্য্য বলেন, “জেলা নেতৃত্বদের কলকাতার সমাবেশে দলীয় কর্মীদের জমায়েতের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। কোন জেলার কত কর্মী কলকাতায় গিয়েছে তা ভিডিওগ্রাফি করা হবে। কলকাতায় পৌঁছতে কর্মীদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য সমাবেশের দুদিন আগে থেকেই থাকা-খাওয়ার সব ব্যবস্থা থাকবে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে ছাত্র-যুবদের ভোট সেই ভাবে তৃণমূলের দিকে যায়নি। যার ফলে তৃণমূল ছাত্র-যুবদের নিজেদের দিকে টানতে মরিয়া হয়ে উঠেছে। আর তাইতো ছাত্রসমাবেশে যাতে ছাত্ররা আরও বেশি করে কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে উপস্থিত হয়, তার জন্য সমস্ত জেলার নেতৃত্বদের টার্গেট বেঁধে দিতে হল তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। কিন্তু তৃণাঙ্কুরবাবু সেই টার্গেট বেঁধে দিলেও আদৌ সফলতা মিলবে কিনা, তা দেখা যাবে 28 শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!