এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > যৌথ নেতৃত্ব নিয়ে তৃণমূল নেতাদের বড়সড় নির্দেশ শুভেন্দু অধিকারীর! জানুন বিস্তারিত

যৌথ নেতৃত্ব নিয়ে তৃণমূল নেতাদের বড়সড় নির্দেশ শুভেন্দু অধিকারীর! জানুন বিস্তারিত


 

তৃণমূল দলের মাথা থেকে পা পর্যন্ত “একম-অদ্বিতীয়ম” নীতিতে বিশ্বাসী থাকতে দেখা গেছে সকলকে। তবে একার উপরে ভরসা রেখে নয়, এবার থেকে যৌথ নেতৃত্বে বিশ্বাসী হয়েই সকলকে পথ চলতে হবে বলে জানিয়ে দিলেন রাজ্যের হেভিওয়েট নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, শনিবার পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের পক্ষ থেকে সুতাহাটায় একটি বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী, তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী, তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পার্থ বটব্যাল, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মধুরিমা মন্ডল, মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী, হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামলকুমার আদক সহ অন্যান্যরা। আর সেখানেই সকলকে সমবেত হয়ে একসাথে চলার বার্তা দেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, “দল, পঞ্চায়েত এবং পুরসভা পরিচালনার ক্ষেত্রে আমাদের আমি নয়, আমরা নীতিতে বিশ্বাসী হতে হবে। একক সিদ্ধান্ত নেবেন না। যৌথ নেতৃত্বে বিশ্বাসী হন। প্রত্যেক অঞ্চলে প্রতি সপ্তাহে মিটিং করে কমিটি তৈরি করুন। প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্যদের যুক্ত করে কাজ শুরু করুন। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করুন। একটা মিটিংয়ের চিঠি গ্রুপে পোস্ট করে দিলে সবাই পেয়ে যাবে। কারণ এখন সকলের স্মার্টফোন রয়েছে। সবাই মিলে মিটিং করে রেজোলিউশন লিখে দ্বিমত হলে সংখ্যাগরিষ্ঠ সভায় সিদ্ধান্ত নিন। পার্সোনাল ইন্টারেস্টের বাইরে সমষ্টির ইন্টারেস্ট বা দলের ইন্টারেস্ট ভালো করে আমরা দেখি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এদিন দলীয় নেতাদের অনেককেই বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে সতর্ক করে দেন শুভেন্দু অধিকারী। বস্তুত, লোকসভা নির্বাচনের সময় দলের উপরতলার নেতৃত্বকে খুশি করার জন্য নিচুতলার নেতৃত্ব অনেক পরিমানে লিড দেওয়ার কথা বলে থাকেন। কিন্তু ভোটের ফলে অনেক ক্ষেত্রেই তা মেলে না।

এদিন সেই কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, “নির্বাচনের সময় সঠিক তথ্য দিতে হবে। লোকসভা নির্বাচনের সময় জেলার এগড়া সহ কয়েকটি বিধানসভা এলাকায় নেতারা যে তথ্য দিয়েছিলেন, তা মেলেনি। পঞ্চায়েত নির্বাচনের সময় ভালো ফল করলাম, কিন্তু লোকসভায় গিয়ে অনেকের তথ্য মিলল না। পঞ্চায়েতে জিতলে শুধু হবে না। বিধানসভাতে ভালো ফল করতে হবে।”

এদিকে এদিনের সম্মেলনীর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আরও বেশি করে প্রচার করার নির্দেশ দেন রাজ্যের পরিবহনমন্ত্রী। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় আমাদের রাজ্যের সাধারণ মানুষের জন্য এত সুবিধা চালু হয়েছে, যা আগে কখনও হয়নি। সকলে জনসংযোগে গিয়ে সেই উন্নয়নের কথা তুলে ধরুন।” সবমিলিয়ে একা নয়, সকলে মিলে একসাথে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করলেন তৃণমূলের শুভেন্দু অধিকারী বলে মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!