এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূল নেতাকে অপহরণ করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, খুঁজে মিলল না ৩৬ ঘন্টা পরেও

তৃণমূল নেতাকে অপহরণ করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, খুঁজে মিলল না ৩৬ ঘন্টা পরেও

এবার এক তৃণমূল নেতার অপহরণের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বরাবাজারে। নিখোঁজ হওয়ার পর ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো কোনো হদিশ পাওয়া যায়নি ওই নেতার। গতকাল অপহৃত নেতার বাড়িতে খোঁজখবর নিতে গিয়ে সমবেদনা জানিয়ে এসেছেন বান্দোয়ানের বিধায়ক সহ বরাবাজারের নেতারা।

তবুও উৎকন্ঠা দূর হয়নি ওই অপহৃত তৃণমূল কর্মীর পরিবারের। এদিকে এই ঘটনার প্রতিবাদে আজ বরাবাজারের টকরিয়া এলাকায় সভা করে তৃণমূল। গোটা ঘটনাকে কেন্দ্র করে দিনভর শোরগোল তুঙ্গে বরাবাজার এলাকায়।

প্রসঙ্গত,বরাবাজার থানার ভাগাবাঁধ গ্রাম পঞ্চায়েতের সোনাডুংরি গ্রামের বাসিন্দা তথা তৃণমূল কর্মী সন্তোষ মাহাত বুধবার বাড়ি থেকে বেরোনোর পর আর তাঁর হদিস পাওয়া যায়নি। পেশায় ব্যবসায়ী ওই তৃণমূল কর্মীর গাড়ি পরদিন গ্রামের সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয়।

নজরে আসার মতো বিষয় হল,ওই গাড়ির গায়ে পোস্টার লাগানো ছিল-আগামী সাত দিনের মধ্যে ৩০ লক্ষ টাকা না দিলে অপহৃত তৃণমূল কর্মীকে প্রাণে মেরে ফেলা হবে। আততায়ীদের এই হুমকি বার্তা শোনা পর কান্নায় ভেঙে পড়েন সন্তোষবাবুর মা বৈশাখী মাহাত। বলেন,”ছেলেটা কোথায় কীভাবে আছে কে জানে? ওর তেমন কোনও শত্রুও ছিল না। তারপরেও কারা একাজ করল বুঝতে পারছি না।”

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই অপহরণের কথা জানার পরই তদন্তে নেমে পড়ে বরাবাজার থানার পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত অপহৃত ওই নেতার কোনো খোঁজ পাননি তাঁরা। এই ঘটনায় আশাহত হয়ে অপহৃত তৃণমূল কর্মীর ভাই দেবেন মাহাত নিজের উদ্বেগজনক অবস্থার কথা জানান, পুলিশ এখনো তাঁর দাদার খোঁজ না পাওয়ায় রীতিমতো দুশ্চিন্তায় ভুগছেন পরিবারের সকলেই৷ খাওয়াদাওয়া বন্ধ করেছেন প্রায় সকলেই। মুক্তিপন চাওয়ার পরে অপহরণকারীদের তরফ থেকে আর কোনো ফোন আসেনি বলেও জানান তিনি। এই অপহরণের ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল।

অন্যদিকে,এদিন অপহৃত তৃণমূল নেতার বাড়ি যান বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সোরেন সহ এলাকার ও ব্লকের তৃণমূলের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন বরাবাজার ব্লকের তৃণমূলের সভাপতি সুদর্শন মাহাত, কার্যকরী সভাপতি প্রতুল মাহাতরাও। এ ব্যাপারে সুদর্শন বাবু জানান,সন্তোষবাবুর পরিবারের সঙ্গে কথা হয়েছে। উদ্ধারকৃত পোস্টারে আরো তৃণমূল কর্মীদের অপহরণের হুমকি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে এই ফাঁপা হুমকিতে তৃণমূল ভীত হয় বলেই গর্জে উঠে বলেন তিনি। এ ঘটনার প্রতিবাদে টকরিয়ায় সভাও করা হয় এদিন।

সেখানে বিরোধীদের তুলোধনা করার পাশাপাশি সন্তোষ বাবুকে দ্রুত খুঁজে বের করার দাবী জানানো হয়েছে পুলিশের কাছে। তবে এই ঘটনার নেপথ্যে যে বিজেপি রয়েছে তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই,এমনটাই দাবী তৃণমূলের। তবে বিজেপির এই ঘৃণ্য রাজনীতির জবাব তৃণমূল তার ভাষাতেই দেবে,এমনটাই হুঁসিয়ারী তে জানিয়েছেন এলাকার তৃণমূলের হেভিওয়েটরা।

তবে তৃণমূলের এই অভিযোগ ভিত্তিহীন বলেই উল্লেখ করে স্থানীয় বিজেপি নেতা অনিল মাহাত অপহৃত তৃণমূল নেতার উদ্ধারের দাবী জানান। লোকসভা ভোটের আগে বিরোধীদের ভাবম গোটা ঘটনাই তৃণমূলের ষড়যন্ত্র বলেও পাল্টা অভিযোগ তোলে গেরুয়াশিবির। এ বিষয়ে,পুরুলিয়ার পুলিস সুপার আকাশ মাঘারিয়াকে ফোন করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অপহৃত তৃণমূল কর্মীর খোঁজ জোরকদমে চলছে বলেই জানিয়েছে বরাবাজার থানার পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!