এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আবার অধ্যক্ষ নিগ্রহে নাম জোরালো টিএমসিপি নেতাদের, তৈরী হল তদন্ত কমিটি

আবার অধ্যক্ষ নিগ্রহে নাম জোরালো টিএমসিপি নেতাদের, তৈরী হল তদন্ত কমিটি

শিক্ষক দিবসের মরশুমেই শিক্ষক হেনস্থার বেনজির দৃষ্টান্ত সামনে এল। রায়নার শ্যামসুন্দর কলেজের ইতিহাসের অধ্যাপক বেধরক মারধোরের শিকার হলেন। অভিযোগের আঙুল রয়েছে টিএমসিপি নেতাদের দিকে।হেনস্থার খবর জানার পরই এই ঘটনার কারণ খুঁজতে কলেজের অধ্যক্ষের নেতৃত্বে ১০ জন সদস্যের একটি তদন্ত কমিটি তৈরি করা হয়। কমিটিতে রাখা হয়েছে টিচার্স কাউন্সিলের সেক্রেটারি,গভর্নিং বডির সমস্ত ইন্টারন্যাল মেম্বারকে। জোর কদমে চলছে হামলার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ।এমনটাই জানা গেল অধ্যক্ষ গৌরীশংকর বন্দ্যোপাধ্যায়ের সূত্র থেকে।

আক্রান্ত ওই অধ্যাপক বর্তমানে নিজের এলাকা দক্ষিণ দিনাজপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।অধ্যাপকের চিকিৎসার সমস্ত খরচ কলেজের কর্তৃপক্ষ বহন করবে বলে জানিয়েছেন অধ্যক্ষ। স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, আক্রান্ত অধ্যাপকের নাম মিলন চন্দ্র রায়। শ্যামসুন্দর কলেজে ২০১০ সালের এপ্রিলে ইতিহাসের অধ্যাপক হিসাবে যোগদানের পর কলেজ লাগোয়া একটা স্টাফ কোয়ার্টারে থাকতেন তিনি। এক সহকর্মীর সঙ্গে নানান ইস্যুতে তাঁর মতবিরোধ লেগেই থাকতো। কিছুদিন আগেই দুজনের বচসা হয়। ঘটনার দিন কলেজের ভিতরে স্টাফরুমেই মারধোর করা হয় মিলনবাবুকে।

হামলার জেরে পেটে, বুকে ব্যাপক চোট পান ওই অধ্যাপক। আক্রান্ত ওই অধ্যাপক  আতঙ্কগ্রস্থ হয়ে অধ্যক্ষের কাছে সাহায্য চেয়ে গোটা ঘটনার কথা জানান।  এবং সেখানে টিএমসিপি নেতাদের নামও উল্লেখ করেন বলে জানা গেছে। সাথেই জানান, বেশকিছু ধরেই নাকি তাঁর সঙ্গে টিএমসিপি নেতৃত্বের বাদানুবাদ চলছিল। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানালে অযথা পরিস্থিতি আরো জটিল হবে, এই অশাঙ্কায় শুধুমাত্র অধ্যক্ষের দ্বারস্থ হন তিনি। যাবতীয় হামলার ঘটনা অধ্যক্ষকে জানানোর পর তড়িঘড়ি করে বাড়ির পথে রওনা দেন বলে জানা গেছে।

তাঁর অভিযোগের ভিত্তিতেই দ্রুত পদক্ষেপ নেয় কলেজ কর্তৃপক্ষ। ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করে এদিন বৈঠকও করা হয়। প্রাথমিক তদন্তে হামলাকারীদের মধ্যে অনেকেই টিএমসিপির বহিরাগত কয়েকজন নেতা বলেই জানা গিয়েছে। এ প্রসঙ্গে অধ্যক্ষ জানিয়েছেন,অত্যন্ত গুরুত্ব সহকারেই তদন্ত করা হচ্ছে। কলেজে আপাতত বহিরাগত এবং প্রাক্তন ছাত্রদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এ প্রসঙ্গে,টিএমসিপি-র রায়না ব্লক সভাপতি দীপা দত্ত এই হামলায় টিএমসিপির হাত রয়েছে এমন অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করলেন। এমনকী ওই অধ্যাপককে মারধোর করার দাবীও ঠিক নয় বলেই উল্লেখ করলেন তিনি। সঙ্গে ইতিহাসের কিছু ছাত্রের সঙ্গে অধ্যাপকের ঝামেলার পাল্টা দাবী তুলে অভিযোগের আঙুল টিএমসিপি-র থেকে সরানোরও চেষ্টা করলেন দীপা দেবী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!