নির্বাচনের আগে মাথায় রড দিয়ে মেরে খুন করা হল তৃণমূলের অঞ্চল সভাপতিকে বিশেষ খবর রাজ্য May 6, 2018 প্রাক পঞ্চায়েত নির্বাচন পর্বেও রাজ্য জুড়ে সন্ত্রাস এবং অশান্তির ধারা অব্যাহত। তবে এবার বিষয়টা শুধু বচসা বা ভাঙচুর এবং মারামারি তে থেমে রইলো না। মুর্শিদাবাদের সাগরদিঘি অঞ্চলে দুষ্কৃতী হামলায় খুন হলেন বালিয়া অঞ্চল তৃণমূলের কংগ্রেসের অঞ্চল সভাপতি কাজিরুল বিশ্বাস। এদিনের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার অন্তর্গত নয়নডাঙা গ্রামের ঘটনায় এলাকার মানুষ প্রবলভাবে ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়েন। মৃতের পরিবার সূত্রে পাওয়া খবর অনুয়ারী জানা গিয়েছে শুক্রবার রাতে যখন কাজিরুল বিশ্বাস বাড়িতে ছিল ঠিক সেই সময় হঠাৎই একদল দুষ্কৃতি সেখানে এসে উপস্থিত হয়। এরপর দু পক্ষের মধ্যে বচসা শুরু হলে দুষ্কৃতী দলের মধ্যে থেকে একজন আচমকা লোহার রড দিয়ে কাজিরুলের মাথায় সজোরে আঘাত করে। এরফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বালিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কাজিরুল বিশ্বাসের। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে পরিস্থতি হাতের বাইরে চলে গিয়েছে দেখে ওই দুষ্কৃতীর দল এলাকা থেকে দ্রুত পালিয়ে যায়। এদিনের ঘটনায় হাকিম সেখ, সাকিম সেখ ও আনশার সেখ নামক জনৈক ব্যক্তিদের সন্দেহ জনক চিহ্নিত করে মৃতের পরিবার পার্শ্ববর্তী থানায় অভিযোগ দায়ের করেছে। কাজিরুল বিশ্বাসের পরিবার সূত্রে জানা গিয়েছে এর আগেও বেশ কয়েকবার নিহত কাজিরুল বিশ্বাসকে দুষ্কৃতিরা প্রাণনাশের হুমকি দিয়েছিলো। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে, অবশ্য এদিনের ঘটনার পর থেকেই সন্দেহজনক অভিযুক্তরা পলাতক। আপনার মতামত জানান -