এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের প্রভাবশালী নেতা পদ হারাতেই শুরু তীব্র মারপিট! চূড়ান্ত অস্বস্তি শাসকশিবিরে

তৃণমূলের প্রভাবশালী নেতা পদ হারাতেই শুরু তীব্র মারপিট! চূড়ান্ত অস্বস্তি শাসকশিবিরে


যে কোনো দলের নেত্রী ভোট চাইতে আসার সময় দাবি করেন যে তারা ক্ষমতা লোভী নন মানুষের সেবা করার লক্ষেই তাঁরা ভোট দাঁড়াচ্ছেন বা দল করছেন। কিন্তু আদতে দেখা যায় সেই ক্ষমতাই সব কিছু হয়ে যায়। যা হারানোর ভয়ে নেতারা অপকর্ম করতেও পিছপা হননা। এবার এমনই কিছু ঘটলো শাসকদলের এক প্রভাবশালী নেতার ক্ষেত্রে।

জানা যাচ্ছে, দলীয় অঞ্চল সভাপতিকে বদল ও নতুন সভাপতি নির্বাচন ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো রঘুনাথগঞ্জ-২ ব্লকের জোতকমল পঞ্চায়েতে। মঙ্গলবার বিকেলে রঘুনাথগঞ্জ-২ ব্লকের জোতকমল অঞ্চল সভাপতি নির্বাচনের জন্য বৈঠক ডাকা হয়েছিল। সেখানে কয়েকশো তৃণমূল কর্মী এসেছিলেন।

অভিযোগ, সভায় আগের অঞ্চল সভাপতি বাপি ঘোষকে পদ থেকে অপসারণ করে নাজিবুল খানকে সভাপতির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। বাপি তার বিরোধিতা করেন। তা থেকে দু’পক্ষের হাতাহাতি এবং মারপিট শুরু হয়। চেয়ার ছোড়াছুড়িও হয়, লাঠি ও ইটের ঘায়ে একাধিক সমর্থকের মাথা ফাটে। হাঁসুয়া নিয়েও হামলা চালানোর অভিযোগ উঠেছে। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যায়, রঘুনাথগঞ্জ থানার খবর যায়, পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে, দু’পক্ষের মধ্যে ব্যাপক মারপিটে বেশ কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক জখম হয়েছেন। গুরুতর জখম তিনজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে পুলিশের তরফ থেকেও জানানো হয়েছে যে, দলীয় অঞ্চল সভাপতিকে বদল ও নতুন সভাপতি নির্বাচন ঘিরেই এই উত্তেজনা ছড়িয়েছে। এই নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতিতে চারজন জখম হয়েছেন।

এই নিয়ে মুখ খুলেছেন ব্লক তৃণমূল সভাপতি সমীরউদ্দিন বিশ্বাস। তিনি বলেন, সভাপতি বদলের সভায় ওরা আগ্নেয়াস্ত্র সহ দলবল নিয়ে হঠাৎ হামলা চালানোয় কয়েকজন গুরুতর জখম হয়। হামলাকারীদের উপযুক্ত সাজার দাবি করছি। এব্যাপারে বাপিবাবুর বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!