এখন পড়ছেন
হোম > রাজ্য > অভূতপূর্ব সমাজসেবায় অংশ নিয়ে বঙ্গবাসীর প্রাণ বাঁচাচ্ছেন তৃণমূল মহিলা কর্মীরা

অভূতপূর্ব সমাজসেবায় অংশ নিয়ে বঙ্গবাসীর প্রাণ বাঁচাচ্ছেন তৃণমূল মহিলা কর্মীরা

বিগত কয়েকদিন ধরে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে তীব্র রক্ত সংকট দেখা যায় । এই অবস্থার দ্রুত নিঃস্পত্তি করতে ঐ কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে বিষ্ণুপুর শহর তৃণমূল কংগ্রেস এক রক্তদান শিবিরের আয়োজন করে। এই রক্ত দান শিবিরে মোট ৬০ জন মানুষ এদিন রক্তদান করলেন । এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বুদ্ধদেব মুখোপাধ্যায় ছাড়াও মহিলা নেত্রী রাখী গরাই, কাউন্সিলর দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য সারা বছর ধরে বিভিন্ন গণ সংগঠন, ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থার তরফে রক্তদান শিবিরের মাধ্যমে এই ব্লাড ব্যাংকে মূলত রক্ত জমা হয়। জানা যাচ্ছে এই বছর মাধ্যমিক পরীক্ষা চলার কারণে কোথাও সেভাবে কোনো রক্ত দান শিবিরের আয়োজন করা সম্ভব হয়নি। তাই এই রক্ত সংকট মেটাতে উদ্যোগী হলেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। এদিন রক্তদান শিবিরের আয়োজকদের তরফে শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বুদ্ধদেব মুখোপাধ্যায় বললেন, ‘‘আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে চলেছেন। পঞ্চায়েত ও পুরসভায় পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষণ করেছেন। আজ মহিলাদের উদ্যোগে এই রক্তদান শিবির অন্যদেরও এইভাবে এগিয়ে আসতে সাহায্য করবে বলে তিনি মনে করেন।’’ হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ মহিলা তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!