এখন পড়ছেন
হোম > রাজ্য > বাইশে পা তৃণমূলের, অন্যভাবে পালন করা হল জন্মদিন

বাইশে পা তৃণমূলের, অন্যভাবে পালন করা হল জন্মদিন


1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্মদিন। ফলে সেই 1998 সালের পর থেকে প্রায় প্রতি বছরই এই দিনটিকে অত্যন্ত ঘটা করে সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়ে পালন করেন তৃণমূলের নেতা কর্মীরা। পয়লা জানুয়ারি বর্ষবরণে যখন মেতে থাকে গোটা বিশ্ব, ঠিক তখনই বাংলায় তৃণমূল কংগ্রেস এই দিনটিকে পালন করে একটু অন্যভাবে।

গুটি গুটি পায়ে পথ চলতে চলতে 2019 এর পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস পা দিল 22 বছরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই দলটি বর্তমানে পশ্চিমবঙ্গের ক্ষমতায় রয়েছে। একদিকে বর্ষবরণ আর অন্যদিকে দলের জন্মদিনে এদিন সকাল থেকেই সাধারণ মানুষকে শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করতে দেখা যায় তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

তবে এবারে তৃনমূল কংগ্রেসের জন্মদিন একটু অন্যভাবেই পালন করতে দেখা গেল রাজ্যের শাসক দলকে। বর্তমানে নাগরিকত্ব সংশোধনী ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। অবিলম্বে সেই আইন বাতিলের দাবিতে কলকাতার রাজপথে একাধিক মিছিল করতে দেখা গেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, দলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি হিসেবে আগামী পয়লা জানুয়ারিকে “নাগরিক দিবস” হিসেবে পালন করার ডাক দিয়েছিলেন তিনি। আর সেই মত আজ পয়লা জানুয়ারি 2020 সালে বছরের একদম প্রথম দিনে দলের জন্মদিন উদযাপন করার পাশাপাশি সারা রাজ্য জুড়ে “নাগরিক দিবস” পালন করতে দেখা গেল তৃণমূলের কর্মী সমর্থকদের।

বিশেষজ্ঞরা বলছেন, বছরের প্রথম দিন দলের প্রতিষ্ঠা দিবস থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধীতার সুরকে আরও চওড়া করলেন। আর তাইতো আগাম দলের প্রতিষ্ঠা দিবসে কিছুটা রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য দলের নেতাকর্মীদের জানিয়ে দিয়েছিলেন তিনি।

সেদিক থেকে নেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে রাজ্যের প্রতিটি বুথে দলের জন্মদিন উদযাপনের পাশাপাশি নাগরিক দিবস পালন করতে দেখা গেল তৃণমূলকে। কিন্তু বছরের একদম শুরুর দিনে মমতা বন্দ্যোপাধ্যায় দলকে বিজেপি বিরোধিতায় সুর চড়ানোর নির্দেশ দিলেও, সারাবছর ধরে তৃণমূলের রাজনৈতিক রণনীতি ঠিক কি হয়! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!