এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলের ২১ তম প্রতিষ্ঠা দিবসে বড়সড় দাবি তুললেন কোলকাতার নতুন মেয়র ফিরহাদ হাকিম

তৃণমূলের ২১ তম প্রতিষ্ঠা দিবসে বড়সড় দাবি তুললেন কোলকাতার নতুন মেয়র ফিরহাদ হাকিম

এবার বঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী প্রধানমন্ত্রী পদে দেখার ইচ্ছা প্রকাশ করলেন কোলকাতার নতুন মেয়র ফিরহাদ হাকিম। তৃণমূল কংগ্রেসের ২১ তম প্রতিষ্ঠা দিবসে নিজের ইচ্ছের কথা প্রকাশ করে জানালেন,”আমি চাই মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হোক।”

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার দাবী দলের অন্দর থেকেই বহুবার উঠেছে। শুধু তৃণমূল কংগ্রেস নয় জাতীয় রাজনৈতিক স্তরের বিরোধী হেভিওয়েট নেতৃত্বরাও এই দাবী তুলেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া, প্রাক্তন রাষ্ট্রপতি তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রনব মুখোপাধ্যায় একজন বাঙালি প্রধানমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেছিলেন।

জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও সম্প্রতি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী  হলে তাঁর কোনো আপত্তি নেই। বিখ্যাত আইনজীবী রাম জেঠমালানি,বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহাও একই দাবী করেছেন। সম্প্রতি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা মোদীসরকারের বিরুদ্ধে সরব হয়ে জানিয়েছিলেন,প্রধানমন্ত্রী হওয়ার সব গুন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই একইরকম দাবী ফের শোনা গেল তৃণমূলেরই একজন হেভিওয়েটর গলায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন দলের ২১ তম প্রতিষ্ঠাদিবস উপলক্ষ্যে চেতলায় পার্টি অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলন করেন ফিরহাদ হাকিম। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,”আমি ব্যক্তিগতভাবে চাই মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হোক। উনি আমার নেত্রী বলে বলছি না। উনি প্রধানমন্ত্রী হলে সব মেয়ের কন্যাশ্রী প্রকল্পের ও সব গরিব ছাত্র সবুজসাথি প্রকল্পের সুবিধা পাবে। তা ছাড়া কোনও কৃষকের মৃত্যু হলে ক্ষতিপূরণ হিসেবে তাঁর পরিবার ২ লাখ টাকা করে পাবে।” অর্থাৎ তৃণমূল সুপ্রিমো যদি কেন্দ্রের ক্ষমতায় আসেন তাহলে দেশের সার্বিক উন্নয়ন হবে এমনটাই সাফ কথায় বোঝাতে চাইলেন কোলকাতার এই নয়া মেয়র।

উল্লেখ্য,তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি এদিন মেয়র ফিরহাদ হাকিমের জন্মদিনও ছিল। এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে নিজের জন্মদিন নিয়ে সেভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল না মেয়রকে। জন্মদিনের থেকে দলকে বেশি প্রাধান্য দিলেন তিনি।

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হিসাবেই যে দিনটি তাঁর কাছে বেশি স্মরণীয় এমনটাই বোঝালেন বক্তব্যের মাধ্যমে। জানালেন,”প্রতিদিনই কেউ না কেউ জন্মায়। আমার কাছে গুরুত্বপূর্ণ হল আমার দল। আজকের দিনে আমার দল প্রতিষ্ঠা হয়েছিল। আমরা মমতা ব্যানার্জির আদর্শে দীক্ষিত হয়েছি। মানুষ হিসেবে আমি আজকে জন্মেছি। কিন্তু আমি আজ যা কিছু হয়েছি তা আমার দলের জন্য। আমার নেত্রীর জন্য।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!