এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল মানে ত্যাগী, বাঁকুড়ার সভা থেকে এমনটাই দাবি মমতার

তৃণমূল মানে ত্যাগী, বাঁকুড়ার সভা থেকে এমনটাই দাবি মমতার


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   আজ বাঁকুড়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী একাধিক রাজনৈতিক বক্তব্য রাখলেন, তীব্র ভাষায় একাধিক মন্তব্য করলেন রাজ্যের বিভিন্ন বিরোধী দলের প্রতি। বিজেপি, কংগ্রেস, সিপিএম সমস্ত দলের বিরুদ্ধেই সমালোচনা করলেন তিনি। তবে, সবচেয়ে বেশি তিনি অভিযোগ করলেন বিজেপির বিরুদ্ধে। এই সভাতেই তিনি জানালেন যে, তৃণমূল করতে হলে ছাড়তে হবে লোভ। ত্যাগের পথ বেছে নিতে হবে।

প্রধান প্রতিপক্ষ বিজেপির ওপর তীব্র খড়গ হস্ত ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, বিজেপির অনেক টাকা আছে। ফোন করে টাকার অফার দেওয়া হয় বলে অভিযোগ করলেন তিনি। এই প্রসঙ্গে তিনি শুধু যারা টাকা দেয় তাদেরকেই নয়, যারা টাকা নেয় তাদের কথাও জানালেন। শাসক দল তৃণমূলে থাকা একাংশের নেতাদের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, তৃণমূল কংগ্রেস করতে গেলে ত্যাগী হতে হবে। কখনোই লোভী হওয়া যাবেনা। এরপরই মুখ্যমন্ত্রী জানালেন, ” সিপিএম হল লোভী, বিজেপি ভোগী আর তৃণমূল ত্যাগী।”

তবে বিরোধী দল সিপিএমের খুব একটা সমালোচনা করেন নি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সমালোচনার মূল লক্ষ্যবস্তু ছিল বিজেপি। নানা অভিযোগে অভিযুক্ত করলেন তিনি বিজেপিকে। বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী টাকা ছড়ানো, ধমকানো, চমকানো, জেলে পুড়ে দেওয়া ইত্যাদি বহু অভিযোগ আনলেন। বিহারের ভোটের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বিজেপির গো প্রসঙ্গ উত্থাপন করলেন। মুখ্যমন্ত্রী জানালেন যে, বিজেপি বলেছে গোমূত্রতে করোনা দূর হয়। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, সেটা কোথায় হয়েছে?

মুখ্যমন্ত্রী জানালেন, বিজেপি বলেছে গোমূত্রতে সোনা আছে। মুখ্যমন্ত্রী জানালেন, সেটাই যদি হতো, তবে সকলকে গরু দিতেন তিনি। যাতে মানুষেরা সোনা করতে পারে। মুখ্যমন্ত্রী জানালেন, বিজেপি গোবরের কথা বলেছে। কিন্তু, তার আগে তাদের ঘুটে দেওয়া শেখার পরামর্শ দিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর বিজেপির বিরুদ্ধে আক্রমনের সুর আরও চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে তিনি অপদার্থ রাজনৈতিক দল বলে কটাক্ষ করলেন। তিনি অভিযোগ করেছেন যে, বিজেপি দেশে ব্যাপকহারে বৃদ্ধি করেছে বেকার সমস্যা। সম্প্রতি দেশের ৪০ শতাংশ বেকার সমস্যা বাড়িয়ে দিয়েছে বিজেপি, তিনি অভিযোগ করলেন। মুখ্যমন্ত্রী জানালেন, রেল, কয়লা, বিমান সমস্ত কিছুর বেসরকারিকরণ করছে বিজেপি। বন্ধ রেখেছে এমপিল্যাডের টাকা পর্যন্ত।

মুখ্যমন্ত্রী, আরো অভিযোগ করলেন যে, বাঁকুড়া যে শান্তিতে আছে সেটা কিছুতেই সহ্য করতে পারছে না বিজেপি। মুখ্যমন্ত্রী জানালেন বছরে একদিন এপ্রিল ফুল হয়। কিন্তু বিজেপি ৩৬৫ দিনই এপ্রিল ফুল করে থাকে। ৩৬৫ দিনই মানুষকে বোকা বানায় বিজেপি। এমন অভিযোগ করলেন তিনি। বিজেপিকে মুখ্যমন্ত্রী ‘গারবেজ অফ লাইজ’, ‘মিথ্যার ডাস্টবিন’ কটাক্ষ করলেন।

আজকের জনসভা থেকে তৃণমূলকে ত্যাগীদের দল বলে মুখ্যমন্ত্রী যে সম্বোধন করলেন, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক, নানা পরিস্তিতিতে শাসক দল তৃণমূলকে বারবার কাটমানি, সিন্ডিকেটের দল বলে অভিযোগ করে থাকে বিরোধীরা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দলের প্রতি এই বিশেষণ বিরোধীদের প্রতি বিশেষ জবাব বলেই মনে করছেন বিশ্লেষকরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!