এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের “বিরাট জনসভা” কিন্তু লোক হল মাত্র ১০০ জন, কটাক্ষ বিরোধীর

তৃণমূলের “বিরাট জনসভা” কিন্তু লোক হল মাত্র ১০০ জন, কটাক্ষ বিরোধীর

বেশ কয়েকদিন ধরেই ঢাকঢোল পিটিয়ে সন্ন্যাসীকাটায় বিরাট জনসভায় আয়োজন করেছিল তৃণমূল। লোকসভা ভোটের মুখে সভায় রেকর্ড পরিমান লোক জমায়েত বিরোধীদের তাক লাগিয়ে দেবে,এমনটাই ছিল পরিকল্পনা। কিন্তু সে পরিকল্পনা মাঠে মারা গেল। সভায় লোক হয়েছে মাত্র ১০০ জন! এটা দেখে রীতিমতো হতাশ শাসকদল।

লোকসভা ভোটে দোরগোড়ায় এসে এতো কম লোকের সমাগম স্বাভাবিক ভাবেই অস্বস্তির কারণ হয়েছে শাসকদলের। সেই অস্বস্তি দ্বিগুন বেড়েছে বিরোধীদের কটাক্ষের কারণে। অন্যদিকে,সভায় এতো লোক কম হওয়ার কারণ প্রসঙ্গে মুখ খুললেন সভার প্রধান বক্তা এসসি,এসটি এবং ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাস।

দলের একাংশই সভায় কর্মীদের আসতে বাধা দিয়েছে,এমনটাই অভিযোগ তাঁর। এছাড়া এলাকার বিধায়ক এতোদিন কী উন্নয়নমূলক কাজ করেছেন এবং আগামীদিনে তিন কত ভোটে লীড দিতে পারবেন তা নিয়েও সভায় প্রশ্ন তোলেন তিনি। এর পাল্টা জবাব দিয়েছেন বিধায়ক খগেশ্বর রায়ও। তিনি কৃষ্ণ দাসকে খোঁচ মেরে বলেন,”দলে KLO,মাওবাদী ঢুকে গিয়েছে। তারা কী উন্নয়ন দেখবে?”

প্রসঙ্গত,এদিন সন্ধ্যায় তৃণমূলের তরফ থেকে সন্ন্যাসীকাটা অঞ্চলে তৃণমূলের এসসি,এসটি এবং ওবিসি সেলের পক্ষ থেকে এক বিরাট সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় প্রত্যাশামতো লোক সমাগম না হওয়ায় মেজাজ বিগড়ে যায় সভার প্রধান বক্তা কৃষ্ণ দাসের। দলের একাংশই সভায় লোক আসতে দেয়নি বলে একদিকে যেমন অভিযোগ তোলেন তিনি,তেমনি এলাকায় বিধায়কের ভূমিকার উপরও প্রশ্নচিহ্ন লাগান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলেন,”বিধায়ক তাঁর এলাকাতেই বেশি ভোট পায় না। কিন্তু, আমি আমার এলাকা থেকে বিধায়ককে বেশি ভোট পাইয়েছি। এলাকার উন্নয়ন হয়নি, বিধায়ক জিতবে কী করে?” এছাড়া তুলনায় নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন,রাজগঞ্জ ব্লকের ১২ টি গ্রাম পঞ্চায়েতে সবথেকে বেশি লিড দিয়েছেন তিনি।

এছাড়া তাঁর গ্রাম পঞ্চায়েতে সবথেকে বেশি লীড তিনি দিয়েছেন বলেও দাবী তাঁর। রাজগঞ্জ ব্লকের বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতে উন্নয়ন না হওয়ার কারণ সঠিক মানুষের অভাব। এই বলেটি তিনি বিধায়ক খগেশ্বর রায়কে কটাক্ষ করেন।

ওদিকে পাল্টা জবাব দিতে ছাড়েননি খগেশ্বর বাবুও। কৃষ্ণ দাসের নাম না করেই তিনিও কটাক্ষ করে বলেন,”দলে ও কী বলছে আমি জানি না। এলাকায় আমি তিন বারের বিধায়ক। বাম আমলেও আমি তৃণমূলের বিধায়ক ছিলাম।” এরপর পরোক্ষ ভাবে কৃষ্ণ দাসে বিরুদ্ধে অভিযোগের সুর চড়া করে তিনি বলেন,দলে আসলে KLO,মাওবাদী ঢুকে গিয়েছে।

তাই এরকম দলবিরোধী কথা বলছে। এলাকায় যথেষ্ট উন্নয়ন হয়েছে বলে দাবী করেম তিনি। যারা দলে বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে তাঁরাই এলাকার উন্নয়ন দেখতে পারছেন না। আর জনসভায় যেতে তিনি বাধা দিয়েছেন,কৃষ্ণ দাসের এ অভিযোগে রীতিমতো বিষ্ময় প্রকাশ করে তিনি বলেন,”আমাকে নিমন্ত্রণ করলে আমি নিজেই সেই সভায় যেতাম।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!