এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল ভবনের কথায় তো সরকার চলে না! বিস্ফোরক তৃণমূল মন্ত্রী

তৃণমূল ভবনের কথায় তো সরকার চলে না! বিস্ফোরক তৃণমূল মন্ত্রী

করোনা মহামারী পশ্চিমবঙ্গের রাজনৈতিক তরজাকে ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। আশা করা হয়েছিল, এই ভাইরাসকে মোকাবিলা করাই সকলের প্রধান উদ্দেশ্য হবে‌। শাসক-বিরোধী সকলে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করবেন পশ্চিমবঙ্গকে করোনা মুক্ত করার জন্য। কিন্তু যত দিন যাচ্ছে, ততই দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ছেন তরজায়। বর্তমানে করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে উঠেছে।

জানা গেছে, ইতিমধ্যেই সেই কেন্দ্রীয় দল বিভিন্ন জায়গা পরিদর্শন করে মুখ্যসচিবকে চিঠি দিয়েছে। যেখানে করোনা মোকাবিলায় রাজ্যের পদক্ষেপ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তারা। আর এতে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে সরকার পক্ষ। আর এমত একটা পরিস্থিতিতে এবার সেই কেন্দ্রীয় দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে কেন্দ্রীয় দল বিজেপির ভাষায় কথা বলছে বলে অভিযোগ করেন তিনি।

ফিরহাদ হাকিম বলেন বিজেপির ভাষায় কথা বলছে, “কেন্দ্রীয় দল বিজেপির ভাষায় কথা বলছে। রাহুল সিনহা, দিলীপদা যা বলছেন, ওরা সেটাই বলছে। যা চিঠি দেখছি, যা বক্তব্য দেখছি, তাতে তাই মনে হচ্ছে। সরকার একটা আলাদা। রাজনৈতিক দল আলাদা। আমরাও সরকারে আছি। যখন সরকারে থাকি, তখন তো তৃণমূল ভবনের কথায় চলে না। ওরা সবটাই রাজনীতি করছে। এটা দুর্ভাগ্যের।” একইভাবে রাজ্যপালের কথা তুলে ধরেও আক্রমণ করেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী। তবে তারা যে এখনই এই চিঠির জবাব দেবেন না, তাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফিরহাদ হাকিম বলেন, “বিজেপির ভাষায় কথা বলছে। মানুষ ভালো চোখে দেখছে না। বিজেপি এখানকার রাজনীতি যেভাবে করার চেষ্টা করছে, কেন্দ্র-রাজ্যপালও তাই করছে। এখন আমরা চিঠির জবাব দেব না‌। করোনার বিরুদ্ধে লড়াই করব‌। দেশের অন্যান্য প্রান্তের তুলনায় বাংলা কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে। 13 তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।” বিশেষজ্ঞরা বলছেন, বিরোধী থেকে শুরু করে কেন্দ্রীয় প্রতিনিধি দল এমনকি রাজ্যপাল, প্রত্যেকেরই রোষানলে পড়েছে সরকার পক্ষ।

করোনা মোকাবিলায় বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এখন রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। প্রথম থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের বিরোধিতা করা হলেও, পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রকের কড়া চিঠি পেয়ে এই ব্যাপারে পিছু হটে রাজ্য সরকার। যেখানে সেই কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সহযোগিতা করা হবে বলে জানানো হয়।

এমতাবস্থায় কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিদর্শনের পর যেভাবে করোনা মোকাবিলায় রাজ্যের পদক্ষেপ নিয়ে উস্মা প্রকাশ করে মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন, তা রাজ্যের পক্ষে সত্যিই অস্বস্তিকর বলে মত একাংশের। তাই সেই অস্বস্তি ঢাকতে এবার মাঠে নেমে বিজেপির ভাষাতেই কেন্দ্রীয় প্রতিনিধি দল কথা বলছে বলে বিস্ফোরক দাবি করে বসলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!