এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ‘সন্ত্রাসের’ অভিযোগে জেলে যাবেন তৃণমূলের এই হেভিওয়েট মন্ত্রী? বিজেপি নেতার দাবিতে শোরগোল

‘সন্ত্রাসের’ অভিযোগে জেলে যাবেন তৃণমূলের এই হেভিওয়েট মন্ত্রী? বিজেপি নেতার দাবিতে শোরগোল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –এতদিন রাজ্যে তারা ক্ষমতায় এলে যেসব পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে তাদের দেখে নেওয়া হবে বলে হুশিয়ারি দিতে দেখা গিয়েছিল বিজেপি নেতাদের। এমনকি কিছুদিন আগে এর একধাপ উপরে উঠে বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন, শুধু বদল নয়, বদলাও হবে। যাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছিল বঙ্গ রাজনীতিতে।

কিন্তু এবার আর পুলিশ প্রশাসন ও তৃণমূলের সাধারণ নেতাকর্মীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া নয়, স্বয়ং রাজ্যের হেভিওয়েট মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে সরব হয়ে জেলে যাওয়ার হুঁশিয়ারি দিল ভারতীয় জনতা পার্টি। সূত্রের খবর, বৃহস্পতিবার কোচবিহার থানার সামনে দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে রীতিমতো হুঁশিয়ারি দিতে দেখা যায় এই বিজেপি নেতাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “উত্তরবঙ্গে সন্ত্রাস চালাচ্ছেন রবীন্দ্রনাথ ঘোষ। তার মদতেই পুলিশের সামনে বিজেপি নেতা কর্মীদের কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। উত্তরবঙ্গে আতঙ্ক ছড়িয়ে রেখেছেন তিনি। একুশে তৃণমূলের সরকারের পতন হবে। তার প্রতিশোধ নেবে বিজেপি। জেলের ভাত খাওয়াবো। 21 সালের 15 আগস্ট নবান্নে পতাকা তুলবেন বিজেপির মুখ্যমন্ত্রী। সেদিন থেকে শুরু হবে বদল। বিজেপি ক্ষমতায় এলে সবার আগে রবীন্দ্রনাথ ঘোষকে জেলের ভাত খাওয়ানো হবে।” আর রাজু বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে এখন রীতিমত বিতর্ক তৈরি হয়েছে।

অনেকে বলছেন, অতীতে বামেদের সরিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর অনেক ক্ষেত্রে প্রতিহিংসাপরায়ণ আচরণ করতে দেখা গেছে ঘাসফুল শিবিরকে। যেখানে বিরোধীদের কণ্ঠরোধ করার অভিযোগ উঠেছে। কিন্তু এবার তৃণমূলকে সরিয়ে সুশাসন আনবে বলে যখন প্রতিশ্রুতি দিচ্ছে ভারতীয় জনতা পার্টি, ঠিক তখনই যেভাবে রাজ্যের হেভিওয়েট মন্ত্রীকে ক্ষমতায় এলে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়, তাতে বিজেপিও কি বদলার পথে হাঁটবে!

এখন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলার সিংহভাগ মানুষের মধ্যে। অনেকে এটাও বলছেন, যদি এভাবেই চলতে থাকে, তাহলে পরিবর্তনটা কোথায় হবে! তাহলে কি শুধুমাত্র বাংলা জুড়ে ক্ষমতার বদল হবে! আর প্রতিহিংসাপরায়ন আচরণ চলবে? রাজনৈতিক মতানৈক্য থাকতেই পারে। কিন্তু তাই বলে কেন এভাবে একজন জনপ্রতিনিধি তথা মন্ত্রীকে ক্ষমতায় এলে দেখে নেওয়া হবে বলে হুশিয়ারি দিলেন বিজেপি নেতা? তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে, ক্ষমতায় আসার আগেই যদি বিজেপির এই রুপ হয়, তাহলে তারা ক্ষমতায় আসলে কি করবে! এটাই বিজেপির প্রকৃত চরিত্র। মানুষ এদের 2021 সালে ছুঁড়ে ফেলে দেবে। সব মিলিয়ে এখন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তৃনমূলের হেভিওয়েট মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে দেখে নেওয়ার হুমকি রীতিমত বিজেপিকে অস্বস্তিতে ফেলে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!