এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আমপান মোকাবিলায় এবার বিরোধীরা নন, ফিরহাদকে তীব্র আক্রমণ তৃণমূলেরই হেভিওয়েট মন্ত্রীর!

আমপান মোকাবিলায় এবার বিরোধীরা নন, ফিরহাদকে তীব্র আক্রমণ তৃণমূলেরই হেভিওয়েট মন্ত্রীর!


আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগেভাগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল, ভয়াবহ দূর্যোগ হতে পারে। সেই মত আশঙ্কা চরমে ছিল। তবে বাংলার উপর দিয়ে ভয়াবহ সাইক্লোন চলে যাওয়ার পর এখন বিপর্যস্ত পরিস্থিতি কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়। ইতিমধ্যেই কলকাতা পৌরসভার পক্ষ থেকে এই পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য আপ্রাণ প্রয়াস চালানো হচ্ছে। রাস্তায় বড় বড় গাছ পড়ে থাকায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেও, এখনও পর্যন্ত সেভাবে অনেক এলাকাতে বিদ্যুৎ নেই।

যার জেরে বিরোধীদের পক্ষ থেকে পৌরসভার প্রশাসক ফিরহাদ হাকিমকে কড়া ভাষায় আক্রমণ করা হচ্ছে। তবে এবার আর কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতা নয়, বরঞ্চ তৃণমূলের নেতা তথা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী সাধন পান্ডের তোপের মুখে পড়লেন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র তথা বর্তমান প্রশাসক এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরমহলে কার্যত সোরগোল পড়ে গেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এদিন কলকাতা পৌরসভার বিভিন্ন এলাকায় ভয়াবহ দুর্যোগের ফলে পরিস্থিতি এখন স্বাভাবিক না হওয়ায়, পৌরসভার দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের মন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল নেতা সাধন পান্ডে। তিনি বলেন, “আমপান নিয়ে আগেই সতর্ক করেছিল হাওয়া অফিস। কিন্তু পৌরসভা প্রস্তুতি নিলে সাত দিনের মাথাতে শহরের এই হাল থাকত না।” আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য হয়ে সাধন পান্ডে কেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভারই আরেক গুরুত্বপূর্ণ সদস্য তথা কলকাতা পৌরসভার প্রশাসক ফিরহাদ হাকিমকে নাম না করে খোঁচা দিলেন, তা নিয়ে এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, সাধন পান্ডে বরাবরই ঠোঁটকাটা ব্যক্তি হিসেবে পরিচিত। তবে বিরোধী দলের পক্ষ থেকে যখন কলকাতা পৌরসভার ব্যর্থতা নিয়ে ফিরহাদ হাকিমকে কটাক্ষ করা হচ্ছে, ঠিক তখনই তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী সাধন পান্ডে যেভাবে পৌরসভার ব্যর্থতার কথা তুলে ধরলেন, তা বিরোধীদের কাছে নতুন অস্ত্র হয়ে গেল বলেই মত রাজনৈতিক মহলের। এদিকে সাধন পান্ডে ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে এই কথা বলায় কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছেন রাজ্যের পুরমন্ত্রী।

এদিন তিনি বলেন, “আমি বাড়িতে বসে বড় বড় কথা বলছি না। রাস্তায় নেমে কাজটা করছি। উনি রাস্তায় নামুন না! আমি গাছ কাটব, জল সরবরাহ দেখব, না লোকের বাড়ি বয়ে পরামর্শ আনতে যাব! ওনার সদিচ্ছা থাকলে কেন এসে পরামর্শ দিচ্ছেন না!” আর সাধন পান্ডের পক্ষ থেকে প্রথমে দুর্যোগ মোকাবিলা নিয়ে পৌরসভার ব্যর্থতার কথা তুলে ধরা এবং তার পাল্টা যেভাবে ফিরহাদ হাকিম সেই সাধন পান্ডেকে কটাক্ষ করলেন, তাতে তৃণমূলের এই দুই হেভিওয়েট মন্ত্রীর লড়াই এখন তৃণমূলকে তীব্র অস্বস্তিতে ফেলবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

যা সামাল দিতে হিমশিম খেতে হতে পারে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। তবে এই ঘটনা একদম প্রকাশ্যে চলে আসায় বিরোধীদের পক্ষ থেকে তৃণমূল পরিচালিত পৌরসভার ব্যর্থতা তুলে ধরে শাসক দলকে কটাক্ষ করার রাস্তা অনেকটাই খুলে গেল বলে মত রাজনৈতিক মহলের। এমনিতেই করোনা পরিস্থিতি থেকে শুরু করে আমপান মোকাবিলা সবেতেই তৃণমূল নেত্রীকে রোজই কোনঠাসা করছেন বিরোধীরা। এই অবস্থায় শাসকদলের অন্দরের দুই হেভিওয়েটের লড়াই তাতে ঠিক কোন মাত্রা যোগ করে সেদিকেই আপাতত নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!