সেন্ট্রাল ফোর্স বছরে এই কয়েকদিন থাকবে-তারপর আমাদেরই থাকতে হবে।- দাবি তৃণমূলের মন্ত্রীর, ভয় দেখানোর অভিযোগ জাতীয় রাজ্য March 20, 2019 লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেই যুদ্ধকালীন তৎপরতায় প্রচার কর্মসূচি শুরু করেছে রাজ্যের শাসকদল। দলের উন্নয়নমূলক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অপপ্রচার করতেও পিছপা হচ্ছে না তৃণমূল। এদিন নির্বাচনী প্রচারে বেরিয়ে বক্তব্য রাখতে গিয়ে কটাক্ষে কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বললেন,”সেন্ট্রাল ফোর্স বছরে এই কয়েকদিন থাকবে। পাঁচবছর থাকবে না। ভোটের পর চলে যাবে। তারপর আমাদেরই থাকতে হবে। তাই ভোটের আগে ভয়-ভীতি যাই দেখাক, আপনারা ভয় পাবেন না। ভোটের দিনে বুথে গিয়ে ভোট দিন।” প্রসঙ্গত,১১ এপ্রিল প্রথম দফার নির্বাচন হচ্ছে কোচবিহার লোকসভা কেন্দ্রে। তাই প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে প্রচার এবং দেওয়াল লিখনের তোড়জোড় শুরু করেছে শাসকদল। এদিন তৃণমূল প্রার্থীকে নিয়েই প্রচারে পথে বেরিয়েছেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহারের ঘুঘুমারি সভায় তিনি বললেন,”সেন্ট্রাল ফোর্স বছরে এই কয়েকদিন থাকবে। পাঁচবছর থাকবে না। ভোটের পর চলে যাবে। তারপর আমাদেরই থাকতে হবে।” আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - যদিও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উন্নয়ন মন্ত্রী বলেছেন,তৃণমূল সরকার গোটা বছর ধরেই রাজ্যবাসীকে নিরাপত্তা দান করে। মানুষের কোনো অসুবিধা আজ পর্যন্ত সামনে আসেনি। এমনি বিজেপি,সিপিআইএম,ফরওয়ার্ড ব্লক বিপদে পড়লে রাজ্যপুলিশই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। দক্ষতার সঙ্গে সারা বছর রাজ্যপুলিশ কাজ করে অথচ রাজ্যে ভোট করাতে এখন কেন্দ্রীয় বাহিনী লাগছে! অভিযোগের সুর চড়িয়ে তিনি বলেন,আসলে বিজেপি ভোটবাক্সের স্বার্থে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে চায়। আর সেজন্যেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার আওতায় ভোট করাতে এতো উদ্যোগী মোদীসরকার। প্রশ্ন তোলেন,”সেন্ট্রাল পুলিশ আসার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি কাউকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। এটা কি সুস্থ গণতন্ত্রের লক্ষণ?” পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করে আরো বলেন,এ রাজ্যে বিজেপির কোনো অস্তিত্বই নেই। নেই কোনো মজবুত সংগঠন। যে রাজনৈতিক দল জেলা পঞ্চায়েত নির্বাচনে কোনো প্রার্থী দিতে পারে না,একটি আসনেও জিততে পারে না,তাঁরা লোকসভা নির্বাচনে জিতবে কীভাবে? প্রশ্ন তোলেন তিনি। এ বিষয়ে বিজেপি-র সভানেত্রী মালতি রাভা উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর হুঁসিয়ারী দেন। তাঁর মতে,রবীন্দ্রনাথ বাবু বিনা কারণে ভোটারদের হুমকি দিচ্ছে। যেটা গনতন্ত্রবিরোধী বলেই মনে করছেন তিনি। আপনার মতামত জানান -