এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জেতাতে না পারলে দল থেকে বেরিয়ে যান! তৃণমূল কর্মীদের বিস্ফোরক বার্তা হেভিওয়েট মন্ত্রীর

জেতাতে না পারলে দল থেকে বেরিয়ে যান! তৃণমূল কর্মীদের বিস্ফোরক বার্তা হেভিওয়েট মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কার্যত কড়া বার্তা দিয়ে দিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। যেখানে দলকে জেতাতে না পারলে দল থেকে বেরিয়ে যাওয়ার কথা বলতে দেখা গেল রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রীকে। সূত্রের খবর, বৃহস্পতিবার পূর্বস্থলীর নজরুল মঞ্চে তৃণমূলের পক্ষ থেকে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল।

আর সেখানেই আগামী বিধানসভা নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নেওয়ার কথা বলেন জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ। আর এই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে রীতীমত দলের কর্মীদের কড়া বার্তা দেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, “বিধানসভা নির্বাচনে তৃণমূলকে জেতাতে পারলে ভালো। নয়তো দল থেকে বেরিয়ে যান। আমরা অন্য কর্মী দেখে নেব। দলের পদে থেকে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন। ভোটের সময় জনসংযোগে বের না হয়ে ঘরে বসে থাকবেন, তা কিন্তু হতে দেব না।”

অর্থাৎ স্বপন দেবনাথের এই বক্তব্য থেকে স্পষ্ট যে, আগামী বিধানসভা নির্বাচনের আগে তিনি দলের নেতাকর্মীদের এই বার্তা দিয়ে বুঝিয়ে দিলেন যে, আগামী দিনে দলকে জেতাতে না পারলে সেই সমস্ত কর্মীদের কোনো গুরুত্ব থাকবে না। এদিন সকল স্তরের জনপ্রতিনিধিকে আরও বেশি করে জনসংযোগে জোর দেওয়ার কথা বলেন স্বপন দেবনাথ। তিনি বলেন, “জনপ্রতিনিধিদের অনেকে জনসংযোগে যাচ্ছেন না। তাদের ওপর নজরদারির জন্য লোক রাখা আছে। কে কোথায় কোন দোকানে বসে আড্ডা মারছেন, সেই ছবি আমার কাছে চলে আসছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরও বলেন, “বিজয়া করতে বাড়িতে বাড়িতে যান। উন্নয়ন নিয়ে তাদের সঙ্গে কথা বলুন। দায়িত্ব পালন না করলে কাজ থেকে বসিয়ে দেব। তখন চুপ করে ঘরে বসে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। দলকে জেতাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, সেই শপথ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।” একাংশ বলছেন, তৃণমূল বর্তমানে শুদ্ধিকরণের পথে হাঁটতে শুরু করেছে। যারা দলের হয়ে ঠিকমত কাজ করছেন না, তাদের তালিকা তৈরি করে তা পৌঁছে যাচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে।

তাই এদিন জেলাস্তরে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে যারা দলের কাজ করছেন না, তাদেরকে কার্যত সতর্ক করে দিলেন জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ। এদিকে বিভিন্ন ক্লাবগুলোকে সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া হলেও, তাদের কৃতজ্ঞতাবোধ নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী। তিনি বলেন, “এবারের দুর্গাপুজোয় নাদনঘাট থানা এলাকার 222 টি পুজো কমিটিকে সরকারি অনুদানের 50 হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া ব্যক্তিগতভাবে আমিও বেশ কিছু কমিটিকে 10 হাজার টাকা করে দিয়েছি। কিন্তু এমন পুজো কমিটি আছে, যারা সরকারি অনুদানের টাকা পেয়েও মণ্ডপের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙ্গাননি। তাদের কি কোনো কৃতজ্ঞতাবোধ নেই! আবার এইসব পুজো কমিটির জন্য আমাদের দলের কর্মীরা বেশি তদারকি করেছিলেন। ভাবতেই যেন কেমন লাগছে।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে এখন থেকেই দলের নেতাকর্মীদের কাজে জোর দেওয়ার বার্তা দিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। যেখানে নেতাকর্মীদের “ঘরে বসে থাকার সময় নেই” বলে কার্যত স্পষ্ট ভাষায় সকলকে সতর্ক করে দিলেন তিনি। আর যারা দলকে জেতাতে পারবেন না, তাদের জন্য যে বড় শাস্তি অপেক্ষা করছে, তাও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরলেন স্বপন দেবনাথ। সব মিলিয়ে স্বপনবাবুর এই বক্তব্যের পর তৃণমূলের নেতা কর্মীরা দলকে জেতাতে কতটা তৎপরতা অবলম্বন করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!