এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার নাম করে রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ আনলেন দিলীপ ঘোষ, শোরগোল রাজ্যে

এবার নাম করে রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ আনলেন দিলীপ ঘোষ, শোরগোল রাজ্যে


একদিকে করোনা ভাইরাস মোকাবিলায় এবং অন্যদিকে ভয়াবহ দুর্যোগের মোকাবিলা করতে গিয়ে নানা সময়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তৃণমূলকে বিধ্বস্ত করছে ভারতীয় জনতা পার্টি।

আর এবার রাজ্যের বর্তমান বনমন্ত্রী তথা প্রাক্তন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যেখানে নদীবাঁধ তৈরির টাকা সেচমন্ত্রী থাকার সময় রাজীববাবু আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করলেন তিনি। আর দিলীপবাবুর এই অভিযোগকে কেন্দ্র করেই এখন শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “তৃণমূল সরকারের ব্যর্থতার জন্যই আজ রাজ্যে এই সংকট তৈরি হয়েছে। বাঁধ নির্মাণের কাজ হয়নি। বন্যানিয়ন্ত্রণ ও বাঁধের মোকাবিলার জন্য কোনো কাজ করেনি রাজ্য সরকার। রাজীব বন্দ্যোপাধ্যায় এখন বনমন্ত্রী। এর আগে তিনি সেচ দপ্তর সামলেছেন। তখনই আলয়া বাঁধ নির্মাণের টাকা এসেছে মুহুর্মুহু। কিন্তু সেই টাকায় নদী বাঁধ সংস্কার হয়নি। নদীবাঁধ তৈরির টাকা উনি আত্মসাৎ করেছেন। আর সেই কারণেই আমফানের ঝাপটায় প্লাবন হয়ে গিয়েছে। এত বড় ক্ষতির জন্য তৃণমূলের অযোগ্য মন্ত্রীরাই দায়ী।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই ঘটনার জন্য রাজ্যের একাধিক মন্ত্রীর পদত্যাগের দাবি করেও সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বেশকিছু নাম তুলে ধরে তিনি বলেন, “সমস্ত অযোগ্য মন্ত্রী বসে রয়েছেন এই সমস্ত দপ্তরে। অবিলম্বে এদের সবাইকে পদত্যাগ করতে হবে। তা না হলে রাজ্যের সবকিছু ধুলিস্যাৎ হয়ে যাবে। কিছুই রক্ষা করা যাবে না।” বিশেষজ্ঞরা বলছেন, ভয়াবহ দূর্যোগকে নিয়ে কিছুটা হলেও চিন্তিত রাজ্য প্রশাসন।

এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক করতে অপারগ তারা। আর এই পরিস্থিতিতে যেভাবে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বাঁধের টাকা আত্মসাৎ করার অভিযোগ তুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তা নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলে দেবে। এখন তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীর বিরুদ্ধে বিজেপির রাজ্য সভাপতির এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শাসকদলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!