এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূল নেতারা কুকর্ম করেন, মানুষের রাগ ‘ভোলাতে’ ভরসা মমতা ব্যানার্জির সুনাম – ভিডিওয় বিস্ফোরক হেভিওয়েট তৃণমূল বিধায়ক

তৃণমূল নেতারা কুকর্ম করেন, মানুষের রাগ ‘ভোলাতে’ ভরসা মমতা ব্যানার্জির সুনাম – ভিডিওয় বিস্ফোরক হেভিওয়েট তৃণমূল বিধায়ক

এগিয়ে আসছে লোকসভা নির্বাচন – আর সেখানে রাজ্য থেকে ৪২ টির মধ্যে ৪২ টি আসনে জিতেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর আসনে বসাতে অঙ্গীকারবদ্ধ আপামর তৃণমূল কর্মী-সমর্থকরা। কিন্তু সেই লক্ষ্য যে বেশ কঠিন তা গেরুয়া শিবিরের ক্ৰমবৰ্ধমান জনপ্রিয়তাই প্রমান দিচ্ছে বলে দাবি রাজ্য বিজেপির। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের দাবি তৃণমূল কংগ্রেসের ৪২ টি আসনে স্বপ্ন পূরণ তো হবেই না, উল্টে রাজ্য থেকে অন্তত ২২-২৩ টি আসন জিতবে গেরুয়া শিবির।

আর, এর কারণ হিসাবে এতদিন বিজেপি নেতারা দাবি করে আসছিলেন – রাজ্যের শাসকদলের দুর্নীতির কথা। গেরুয়া শিবিরের দাবি ছিল, তৃণমূল কংগ্রেসের একেবারে নীচুতলা থেকে শুরু করে সমস্ত স্তরে দুর্নীতি আর তোলাবাজিতে চেয়ে গেছে – ফলে বাংলার মানুষ নাকি বীতশ্রদ্ধ হয়ে এবার দুহাত ভোরে আশীর্বাদ করবেন। আর এবার, গেরুয়া শিবিরের এই দাবিকেই কার্যত মান্যতা দিয়ে দিলেন শাসকদলের অন্যতম জনপ্রিয় এক বিধায়ক। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের বাংলা সংস্করনে প্রকাশিত খবর অনুযায়ী উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমান এক ভিডিও বার্তায় এই দাবি করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ওই খবর থেকে জানা যাচ্ছে, চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমান সাহেব এক ভিডিওতে দাবি করেছেন, আমরা, মেম্বার-প্রধানরা যেরকম কুকর্ম করি – তাতে লোকে ভোট দেবে না। মমতা ব্যানার্জির সুনাম আর মমতা ব্যানার্জির কাজকর্ম নিয়ে যদি এখনই প্রচারে নামা যায়, অন্তত লোকে রাগটা ভুলে থাকবে, মমতা ব্যানার্জির ডাকে ভোটটা দেবে। সন্ধের দিকে একঘন্টা সময় বের করুন, বাকি সময়টা পরিবারের জন্য দিন। জন্ম থেকে মৃত্যু, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, রূপশ্রী থেকে কন্যাশ্রী, সবুজ সাথী থেকে পেনশন, এই কয়েকটা বিষয় নিয়ে প্রচার করলেই হবে।

শাসকদলের এক জনপ্রিয় জনপ্রতিনিধি প্রকাশ্যেই স্বীকার করে নিচ্ছেন শাসকদলের নেতারা কুকর্ম করে বেড়াচ্ছেন – এই খবরে স্বাভাবিকভাবেই তোলপাড় রাজ্য-রাজনীতি। তবে, সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সেই ভিডিওর সত্যতা প্রিয় বন্ধু মিডিয়ার পক্ষে যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!