এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শাসকদলের অস্বস্তি তীব্র করে দলীয় নেতার বিরুদ্ধে কাটমানি নিয়ে একরাশ তৃণমূল বিধায়কের

শাসকদলের অস্বস্তি তীব্র করে দলীয় নেতার বিরুদ্ধে কাটমানি নিয়ে একরাশ তৃণমূল বিধায়কের

অতীতে কাটমানি নিয়ে বিভিন্ন সময় দলীয় নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কেউ যাতে অনৈতিক কাজে জড়িত না-থাকেন সেই ব্যাপারেও সতর্ক করেছেন তিনি। চালু হয়েছে ‘দিদিকে বলো’ কর্মসূচিও।

এরপরেও বাগনানের ওড়ফুলি এবং শরৎ পঞ্চায়েত এল‌াকায় এক তৃণমূল নেতার বিরুদ্ধে মুম্বই রোডের ধারের কারখানাগুলি থেকে তোলাবাজি এবং বেআইনি ভাবে জমি কেনাবেচার অভিযোগ ওঠা বন্ধ হয়নি। এবার নাম না-করে সেই নেতার বিরুদ্ধে তোপ দাগলেন বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন। কারখানা-মালিকদের এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও পরামর্শ দিলেন।

সূত্রের খবর, শনিবার দেউলটিতে দলের এক প্রকাশ্য সমাবেশে অরুণাভসেন বলেন, ‘‘কারখানা-মালিকদের বলছি, কোনও নেতাকে একটি পয়সাও তোলা দেবেন না। আপনারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। তাতেও কাজ না-হলে সরাসরি আমায় বলুন। দেখাব, কী ভাবে তোলাবাজি বন্ধ করতে হয়। তোলাবাজির সঙ্গে জড়িতরা এই এলাকায় দলের নিয়ন্ত্রক ছিলেন। আজ থেকে সব বন্ধ। এখানে আমি ছাড়া কেউ দলের নেতৃত্ব দেবেন না। দুই পঞ্চায়েত এলাকায় দলের কমিটিও ভেঙে দেওয়া হল। আমি নিয়ম করে সপ্তাহে একবার করে দলীয় কার্যালয়ে বসব। ১৫ দিন অন্তর দু’টি পঞ্চায়েতে আসব। মানুষ তৃণমূলকে বিচার করবে উন্নয়নের নিরিখে।’’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, এদিনের এই সভা এনআরসি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা হয়েছিল। যেখানে হাজির ছিলেন জেলা (গ্রামীণ) তৃণমূল সভাপতি তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়, উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা, পাঁচলার বিধায়ক গুলশন মল্লিক, জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য প্রমুখ। বক্তৃতায় তাঁরা অরুণাভবাবুকে সমর্থন করেন।

অন্যদিকে এদিনের এই সমাবেশেই কয়েকশো অনুগামীকে নিয়ে পুরনো দলে ফিরে আসেন বিজেপিতে চলে যাওয়া দুই তৃণমূল নেতা শেখ আয়ুব এবং জিল্লুর ইসলাম। এদিন এই প্রসঙ্গে অরুণাভ সেন বলেন, ‘‘দলের কারও কারও ব্যবহারে ক্ষুণ্ণ হয়েই আয়ুব এবং জিল্লুর বিজেপিতে চলে গিয়েছিলেন। আমি তাঁদের বুঝিয়েছি। নেতাদের কারও কারও ব্যবহারের জন্য আমি ক্ষমাপ্রার্থী। সবাইকে কথা দিচ্ছি, এই এলাকায় তোলাবাজরা আর দল চালাবে না।’’

তৃণমূলের একাংশের দাবি, তোলাবাজিতে অভিযুক্ত নেতা ও তাঁর অনুগামীরা বিজেপিতে যোগ দেবেন। এদিন এই প্রসঙ্গে পুলকবাবু বলেন, ‘‘বিজেপি যদি অশান্তি করে তা হলে পুলিশ যেন হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ তা যদি না করে তা হলে আমরা থান‌া ঘেরাও করার হুঁশিয়ারি দিচ্ছি।’’

অন্যদিকে এদিন দেউলটি মোড়ে বিজেপির হাত থেকে দলীয় একটি কার্যালয় ‘উদ্ধার’ করে তৃণমূল। গত ৪ অগস্ট ওই কার্যালয়ে বিজেপি তালা মেরে দেয় বলে অভিযোগ। কিন্তু বিজেপি সেই অভিযোগ স্বীকার করেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!