এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > জল্পনা বাড়িয়ে সরকারি সংস্থা থেকে তৃণমূল বিধায়ককে সরিয়ে বসানো হল জেলাশাসককে

জল্পনা বাড়িয়ে সরকারি সংস্থা থেকে তৃণমূল বিধায়ককে সরিয়ে বসানো হল জেলাশাসককে

জয়ঁগা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদ থেকে কালচিনি বিধায়ক উইলসন চম্প্রমারীকে সরিয়ে তাঁর স্থানে আনা হল আলিপুরদুয়ারের নতুন জেলা শাসক নিখিল নির্মলকে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য উন্নয়ন দপ্তর থেকে আলিপুরদুয়ার জেলা প্রশাসনকে। তবে ওই পদে জেলাশাসককে বসানোর কারণটা এখনো প্রকাশ্যে আসেনি। প্রশাসনের একটি মহল সূত্রে জানা গেছে যে,রাজ্য নগরোন্নয়ন দপ্তর তাঁদের নিয়মকানুনে কিছু পরিবর্তন এনেছেন তাই নাকি চেয়ারম্যান পদের এই রদবদল করা হয়েছে।
অন্যদিকে,কালচিনির বিধায়ক উইলসন চম্প্রমারীকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিলেও তাঁকে জয়গাঁ উন্নয়ন পর্ষদের সদস্য পদটি দেওয়া হয়েছে। এর পাশাপাশি, কালচিনির তৃণমূল কংগ্রেস নেতা পবন লাকড়াকেও রয়েছেন এই উন্নয়ন পর্ষদের সদস্য হিসাবে। আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলাশাসককে এই উন্নয়ন পর্ষদের মেম্বার সেক্রেটরি পদেও রাখা হয়েছে। মোট ১৪ জনকে নিয়ে জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির বোর্ড গঠন করেছে সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন শুরু হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এ ঘটনায় জেরে,জেলার রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশ মনে করছেন যে,পঞ্চায়েত নির্বাচনের ফলে কালচিনি ব্লক এলাকার জয়গাঁয় এখন দাপিয়ে বেড়াচ্ছে বিজেপি। এরপর এখন তো গোটা ব্লক এলাকাটা থেকেই আস্তে আস্তে নিশ্চিহ্ন হচ্ছে ঘাসফুলের নামগন্ধ।  উক্ত বিষয়ের পরিপেক্ষিতে পাওয়া গেছে আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মলের বক্তব্য। তিনি জানান যে, কী কারণে এই পরিবর্তন হল এটা নাকি তিনিও ঠিকভাবে বলতে পারবেন না। তবে তাঁকে নাকি জয়গাঁ ডেভেলপমেন্ট পদের দায়িত্ব নিতে বলা হয়েছে। তিনি সরকারের সেই নির্দেশ পালন করবেন বলে জানিয়েছেন। এবং এটাও বলেন যে এই বোর্ডের ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতির মোহন শর্মাকে দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে কালচিনির বিধায়ক জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান উইলসন চম্প্রমারীও সরব হন। তিনি জানান যে, তিনি বর্তমানে কলকাতায় আছেন। এবং সরকারের নতুন নির্দেশের কথাও তাঁর কানে এসে পৌঁছেছে। তবে এ বিষয়ে কোনো প্রকাশ্য মন্তব্য করতে নারাজ তিনি।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি মোহন শর্মাও জানান যে সরকারের নির্দেশ অবশ্যই পালন করতে হবে। সব কিছুর একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। চেয়ারম্যান পদের মেয়াদ শেষ হওয়ার জন্যেই সরকার নতুন চেয়ারম্যান নিয়োগ করেছে। এ নিয়ে বিতর্কের কোনো কারণ নেই বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গ, রাজনৈতিক সূত্রের খবর থেকে জানা গেছে যে,১৯৯০ সাল নাগাদ বামজামানায় গঠিত হয়েছিলো ভারত-ভুটান সীমান্তের জয়গাঁ এলাকার উন্নয়নের জন্য জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটি । প্রতি তিনবছর অন্তরই বদল করা হয় এই উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদটি। কালচিনির বিধায়কের চেয়ারম্যান পদে বসার তিন বছরেরর সময়সীমা পূর্ণ হয়ে গেলেও কিন্তু তাঁকে সরিয়ে অন্য কোনও রাজনৈতিক যোগ্য ব্যক্তিত্বকে এই পদে বসানো হয়নি সরকারের তরফ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!