এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অন্তর্ঘাতে ফল খারাপ হতে পারে আশঙ্কায় ভুগছেন খোদ হেভিওয়েট তৃণমূল বিধায়ক

অন্তর্ঘাতে ফল খারাপ হতে পারে আশঙ্কায় ভুগছেন খোদ হেভিওয়েট তৃণমূল বিধায়ক

প্রথম দফাতেই কোচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছে। আর এই নির্বাচন সম্পন্ন হওয়ার পরই এবার কোচবিহার লোকসভা আসনটি নিজেদের দখলে রাখা যাবে কি না তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে জেলার শাসকদলের নেতৃত্বদের কপালে। কেননা দীর্ঘদিন ধরেই এই কোচবিহারে নিজেদের অন্তর্দ্বন্দ্ব ভোগাচ্ছে তৃণমূলকে।

গত 2014 সালে কোচবিহার কেন্দ্রে তৃণমূলের টিকিটে জয়ী পার্থপ্রতিম রায়ের সঙ্গে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি বনাম মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের আদায়-কাঁচকলায় সম্পর্ক ছিল। আর রবীবাবুর বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত নিশীথ প্রামাণিক যিনি বর্তমানে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন, তিনি বিগত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে একাধিক জায়গায় নির্দল সদস্য দাঁড় করিয়ে দেন। তাতে আরও তৃণমূল বনাম তৃণমূলের সেই দ্বন্দ্ব বৃদ্ধি পায়।

আর লোকসভা নির্বাচনের দামামা বাজবার মাঝেই সমস্ত সম্পর্ক ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন নিশীথ প্রামাণিক। আর এরপরই বিজেপির তরফে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। ইতিমধ্যেই কোচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছে। কিন্তু এবার কি তৃণমূল নিজেদের দখলে এই কেন্দ্রটি রাখতে পারবে তা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে জল্পনা।

কেননা এখানকার প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় ভাল মানুষ বলেই পরিচিত। ফলে তিনি টিকিট না পাওয়ায় বাম আমলের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীকে টিকিট দিয়ে দেওয়ায় দলের একটা অংশ অনেকটাই ক্ষুব্ধ। পাশাপাশি যে নিশীথ প্রামানিককে নিয়ে এত চর্চা হচ্ছে সেই নিশীথ প্রামাণিকের সাথে তলায় তলায় তৃণমূলের অনেকেই যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।

ফলে অন্তর্ঘাতের আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না জেলা তৃণমূলের নেতারা। আর সব থেকে বেশি এই অন্তর্ঘাত হতে পারে কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত দিনহাটা বিধানসভায় বলে আশঙ্কা প্রকাশ করেছেন খোদ দিনহাটারই তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।

প্রসঙ্গত, নির্বাচনের আগে রীতিমতো দলীয় প্রার্থীর সামনেই এই দিনহাটার কিশামত দশগ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীকে বিবাদে জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল। পাশাপাশি বিগত পঞ্চায়েত নির্বাচনে এখানে তৃণমূল খুব একটা ভালো ফল না করায় এবং নিশীথ প্রামাণিক দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থীদের দাঁড় করিয়ে দেওয়ায় এবং সেই নির্দল প্রার্থীরা জেতায় লোকসভায় সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন শাসক দলের নেতারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, “কিছু জায়গায় অন্তর্ঘাত হয়েছে বলে খবর পাচ্ছি। নির্বাচনের ফল প্রকাশেই সব স্পষ্ট হয়ে যাবে। আশা করি দিনহাটায় দল ভালোই ফল করবে।” তবে দিনহাটার বিধায়ক ফল নিয়ে কিছুটা আশঙ্কা প্রকাশ করলেও এই কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সিতাইয়ে ব্যাপক পরিমাণে লিড দেওয়া যাবে বলে আশাবাদী সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “ভেদাভেদ ভুলে আমরা একসঙ্গে দলের হয়ে সবাই ভোট করেছি। তৃণমূল এখানে বিপুল ভোটে জয়ী হবে। আর ভোটপর্ব মিটলেই বেশ কয়েকটি জায়গায় সাংগঠনিক রদবদল করা হবে।”

সব মিলিয়ে এবার দলের গোষ্ঠী কোন্দলই যে কাল হতে পারে এই কোচবিহার লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর জয়ের ক্ষেত্রে, সেই ব্যাপারে কিছুটা হলেও আশঙ্কার সুর শোনা গেল কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত দিনহাটা বিধানসভার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গলাতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!